ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহ আমানতে স্বর্ণেরবার ও মোবাইলসহ তিন যাত্রী আটক

প্রকাশিত: ১০:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০১৯

শাহ আমানতে স্বর্ণেরবার ও মোবাইলসহ তিন যাত্রী আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছে পাওয়া গেছে ছয়টি স্বর্ণের বার। এছাড়া কলকাতা থেকে আসা বেসরকারী এয়ারলাইন্সের দুই ফ্লাইটে দুজন যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন ব্রান্ডের ৭১টি মোবাইল ফোন সেট এবং বেশ কিছু ভারতীয় শাড়ি। সোমবার কাস্টমস কর্তৃপক্ষ অবৈধ এ পণ্যগুলো আটক করে। কাস্টমস সূত্রে জানা যায়, জেদ্দা থেকে বাংলাদেশ বিমানে ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে বেলা ১টার দিকে। এ ফ্লাইটের সন্দেহভাজন এক যাত্রীকে তল্লাশি করে তার পরনে থাকা জুতার মোজার ভেতরে ও বেল্টের মধ্যে পাওয়া যায় ছয়টি স্বর্ণের বার, যার ওজন ৬৮৫ গ্রাম। অবৈধভাবে আনা এই স্বর্ণ জব্দ করা হয়েছে। আটক স্বর্ণের মূল্য প্রায় ৪৮ লাখ টাকা। ভারতীয় কোস্টগার্ড মহাপরিচালক ৪ দিনের সফরে বাংলাদেশে ভারতীয় কোস্টগার্ডের মহাপরিচালক কৃষ্ণাস্বামী নটরজন দুইজন সফরসঙ্গীসহ ৪ দিনের সরকারী সফরে বাংলাদেশে এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনকালে বাংলাদেশ কোস্টগার্ডের উপ মহাপরিচালক কমডোর এম শাহজাহান, তাকে অভ্যর্থনা জানান। বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে ২০১৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রস্তাবনা অনুযায়ী প্রতিবছর এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে। সফরকালীন তিনি বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিবেন। সোমবার সকালে ভারতীয় কোস্টগার্ড মহাপরিচালক, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী সদর দফতরে আগমন করলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর কোস্টগার্ড বাহিনী সদর দফতরে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হকের সঙ্গে ভারতীয় কোস্টগার্ড মহাপরিচালক সৌজন্য সাক্ষাত এবং দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
×