ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এডিস মশা নির্মূলে অভিযান

প্রকাশিত: ১০:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০১৯

এডিস মশা নির্মূলে অভিযান

এডিস মশা নির্র্মূলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২য় পর্যায়ের ‘বিশেষ পরিচ্ছন্নতা ও চিরুনি অভিযান’ এবং ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রয়েছে। পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীগণ সোমবার ২য় পর্যায়ের চিরুনি অভিযানের দ্বিতীয় দিনে ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে ১০ হাজার ৭১৩টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ২৬টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভার উপস্থিতি খুঁজে পায়। এছাড়া ৫ হাজার ২২১টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান/জমে থাকা পানি পাওয়া যায়। এডিস মশার বংশবিস্তারের উপযোগী এ সকল স্থান ধ্বংস করা হয়। রবিবার শুরু হওয়া দ্বিতীয় দফা চিরুনি অভিযানের ২ দিনে ৩৬টি ওয়ার্ডে সর্বমোট ২০ হাজার ৭৬৩টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ৭৩টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। -বিজ্ঞপ্তি ব্যাগবন্দী নবজাতক উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সার্কিট হাউসসংলগ্ন সড়কের ফুটপাথ থেকে পুলিশ উদ্ধার করেছে নবজাতক এক শিশুকে। একটি চটের ব্যাগে ঢুকিয়ে শিশুটিকে কে বা কারা ফেলে গিয়েছিল। সোমবার দুপুরে সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, সার্কিট হাউসের পাশে ভিআইপি টাওয়ারের কাছাকাছি স্থানে দায়িত্বপালনরত ছিলেন পুলিশের ৪ সদস্য। হঠাৎ এক পথশিশু এসে জানায় যে, চটের ব্যাগের ভেতরে একটি শিশু কাঁদছে। এ খবর পেয়ে দ্রুত ছুটে যান এসআই আমিনুল ইসলাম। তিনি শিশুটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করিয়ে তার চিকিৎসা চলছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিশুরোগ বিভাগের প্রধান প্রফেসর ডাঃ প্রণব কুমার চৌধুরী জানান, শিশুটিকে আনার সঙ্গে সঙ্গে অতিদ্রুত প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
×