ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৌদি স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলায় বাংলাদেশের নিন্দা

প্রকাশিত: ১৩:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০১৯

সৌদি স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলায় বাংলাদেশের নিন্দা

জনকণ্ঠ ডেস্ক ॥ সম্প্রতি সৌদি আরবের একটি গ্যাস কারখানা ও দুটি আরামকো অয়েল প্ল্যান্টে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। খবর বাসসর। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় বারবার হুতিদের সন্ত্রাসী হামলায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে।’ এতে আরও বলা হয়, বিনা উস্কানিতে হুতিদের এ হেন কর্মকা- এতদঞ্চলের পারিপার্শ্বিক পরিস্থিতি বাধাগ্রস্ত এবং শান্তি ও নিরাপত্তার ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সৌদি আরবের শান্তি ও স্থিতি প্রতিষ্ঠার সকল প্রচেষ্টার প্রতি সমর্থন জানাবে।’
×