ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ মাসের মধ্যে ইসরায়েলে ফের নির্বাচন

প্রকাশিত: ০৩:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০১৯

পাঁচ মাসের মধ্যে ইসরায়েলে ফের নির্বাচন

অনলাইন ডেস্ক ॥ পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন ইসরায়েলি নাগরিকরা। এপ্রিলের নির্বাচনের পর টেকসই সংখ্যাগরিষ্ঠতা আছে, এমন একটি জোট সরকার গঠনে ব্যর্থ হন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকার গঠনের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর পার্লামেন্টের সদস্যরা নতুন পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেন, এতে নতুন নির্বাচন অনিবার্য হয়ে পড়ে। পরে নতুন নির্বাচনের দিন হিসেবে ১৭ সেপ্টেম্বরকে নির্ধারণ করা হয়। মঙ্গলবারের এ নির্বাচনের চূড়ান্ত জরিপে ডানপন্থি লিকুদ পার্টির সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী ব্লু এন্ড হোয়াইট পার্টির হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া গেছে, জানিয়েছে বিবিসি। মধ্যপন্থি ব্লু এন্ড হোয়াইট পার্টির নেতৃত্ব দিচ্ছেন ইসরায়েল সামরিক বাহিনীর সাবেক প্রধান বেনি গানট্স। ইসরায়েলের স্থানীয় সময় সকালে ভোট গ্রহণ শুরু হয়েছে। রাত ১০টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। এর পরপরই নতুন জোট সরকার গঠন নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সরকার গঠনের ওই দরকষাকষিতে ছোট দলগুলোও বড় ভূমিকা নিতে পারে, এমন জোর সম্ভাবনা আছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো একটি দলকে ইসরায়েলের পার্লামেন্ট কেনেসেটের ১২০টি আসনের মধ্যে অন্তত ৬১টি আসন পেতে হবে। কিন্তু ইসরায়েলের ইতিহাসে কখনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটিতে সবসময় জোট সরকারই ক্ষমতাসীন হয়েছে।
×