ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩০ কোটি বছরের পুরনো মাছ

প্রকাশিত: ১০:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০১৯

৩০ কোটি বছরের পুরনো মাছ

জীবনে কখনও কখনও এমন কিছু হাতে আসে যে তা মানুষকে বিখ্যাত করে দেয়। এমনই এক প্রাণী হাতে এলো নরওয়ের এক মৎস্যজীবীর। আর সেই প্রাণীর সঙ্গে যিনি সেটি ধরেছেন দুজনেই ইন্টারনেটে বিখ্যাত হয়ে গেলেন। নরওয়ের মৎস্যজীবী অস্কার লুনড্যাল বেরিয়েছিলেন ‘ব্লু হ্যালিবুট’ মাছ ধরতে। এই মাছগুলো খুব সুস্বাদু। গভীর সমুদ্রে পাওয়া যায় ওই মাছ। সেই মতোই অস্কার নরওয়ের সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছিলেন। বড়শি ফেলেন পানির প্রায় ৮০০ মিটার গভীরে। তারপর অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ অপেক্ষা কারার পর বড়শিতে টান পড়তেই সুতো গোটাতে থাকেন। কিন্তু বুঝতে পারেন, বড়সড় কিছু ধরা পড়েছে বড়শিতে। নৌকায় তুলতেই ভয়ে লাফিয়ে ওঠেন। প্রাণীটিকে প্রথমবার দেখলে মনে হবে ছোটখাটো একটি ডাইনোসর। শরীরের তুলনায় বড় বড় চোখ, সরু লেজ। যে প্রাণীটি ধরা পড়েছে সেটি একটি মাছ, নাম র‌্যাটফিশ। এরা হাঙরের সমগোত্রীয়। এরা প্রায় ৩০ কোটি বছরের পুরনো প্রাণী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অস্কার জানিয়েছেন, মাছটি ভয়ঙ্কর দেখতে হলেও তিনি সেটিকে বাড়িতে নিয়ে যান। এমনকি তাকে ভেজে খেয়েও ফেলেন।-আনন্দবাজার
×