ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট সমাধানে কূটনৈতিক তৎপরতা বাড়াতে সংসদীয় কমিটির সুপারিশ

চীনা প্রতিনিধিকে নিয়ে মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসবে ঢাকা

প্রকাশিত: ১০:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০১৯

চীনা প্রতিনিধিকে নিয়ে মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসবে ঢাকা

সংসদ রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন চীনের প্রতিনিধিকে নিয়ে মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ। আর রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা যথেষ্ট নয় বলেই মনে করছে সংসদীয় কমিটি। কমিটির মতে, যে নীতিতে এই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে তাতে ঘাটতি রয়েছে। আরও জোরালো কূটনৈতিক তৎপরতা চালানো প্রয়োজন। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত এ সম্পর্কিত কমিটির সভা থেকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, মাঃ আব্দুল মজিদ খান, মোঃ হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন)। আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শহীদুল হক, মেরিটাইম এফেয়ার্স ইউনিটের সচিব খোরশেদ আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়সহ কমিটি সংক্রান্ত কর্মকর্তারা। সংসদীয় কমিটির বৈঠকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অগ্রগতি এবং এ বিষয়ে মিয়ানমারের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক খান সাংবাদিকদের জানান, মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ত্রিদেশীয় (চীন-মিয়ানমার-বাংলাদেশ) এই বৈঠক হবে। তবে যেভাবে ডিপ্লোম্যাসি চালানো হচ্ছে তাতে হবে না। শরণার্থী সমস্যা বহু দেশে রয়েছে। ফিলিস্তিন ইস্যুতেও অনেক তৎপরতা চালানো হয়েছে, কিন্তু সমাধান হয়নি। এর জন্য জোরালো কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। মন্ত্রণালয় আমাদের তাদের নেয়া পদক্ষেপ বিষয়ে অবহিত করেছেন। তারা জানিয়েছেন, তারা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মাধ্যমেও চেষ্টা করছে। বৈঠক থেকে দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে অক্ষুণœ রাখতে মানব পাচার কাজে জড়িত বাংলাদেশী দালালদের কঠোর আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশের ভাবমূর্তি রক্ষায় এবং নিরীহ মানুষকে হয়রানির হাত থেকে বাঁচাতে বাংলাদেশী সব দালালকে আইনের আওতায় আনতে হবে; যারা অবৈধ মানব পাচারের সঙ্গে জড়িত রয়েছে। এসব দালালদের শাস্তি নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর হতে সুপারিশ করেছে কমিটি। বৈঠকে জানানো হয়, যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, ব্যাঙ্কক, জার্মানি ও যুক্তরাজ্যেসহ বিভিন্ন দূতাবাস বাংলাদেশী নাগরিক বিশেষ করে সিনিয়র নাগরিকদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি সহজতর করতে হবে। এর জন্য যত ধরনের পদক্ষেপ নেয়া দরকার তা নিশ্চিতে তাগিদ দেয়া হয় কমিটির বৈঠকে। বলা হয়েছে, যারা সঠিক ভিসা প্রার্থী তারা যাতে কোনভাবেই হয়রানির শিকার না হন। সে দিকে নজর দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কমিটির পক্ষ থেকে সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়। বৈঠকে আরও আলোচনা হয়-মিয়ানমার থেকে বাস্তচ্যুত রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি ও মিয়ানমারের সর্বশেষ অবস্থান সম্পর্কে। সেখানে থাইল্যান্ডের প্রত্যাবাসন কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করা হয়। বৈঠকে সরকারীভাবে বিদেশে প্রশিক্ষণে জন্য উপযুক্ত কর্মকর্তা নির্বাচন এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে যাতে অবহিত রাখা হয় সেজন্য বিষয়টি কেবিনেট ডিভিশনকে অবহিত করণের মাধ্যমে নির্দেশনা গ্রহণের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি কেবিনেট ডিভিশনে উত্থাপনের সুপারিশ করা হয়।
×