ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফুটপাথ দখলমুক্ত করতে ২২ সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান

প্রকাশিত: ১০:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০১৯

ফুটপাথ দখলমুক্ত করতে ২২ সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার ॥ ফুটপাথ দখল করে অবৈধভাবে ব্যবসা-বাণিজ্য করা অসাধু ব্যক্তিদেরকে নিজ দায়িত্বে দোকান সরিয়ে নেয়ার আহ্বান জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। একইসঙ্গে অভিযানে নামলে কাউকেই কোন প্রকার ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন মেয়র। আগামী ২২ সেপ্টেম্বর থেকে সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করবে বলেও জানান মেয়র। মঙ্গলবার বিকেলে গুলশানের নগর ভবনে এক বৈঠকে অবৈধ দখলধারীদেরকে এ হুমকি দেন। বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার শফিকুল ইসলাম, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান (ফারুক), ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে অভিযানের পূর্বে সড়ক ও ফুটপাথ থেকে অবৈধ দখল অপসারণ, উচ্ছেদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের কৌশল নির্ধারণ, উচ্ছেদ-পরবর্তী স্থানসমূহ অবৈধ দখলমুক্ত রাখা কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। মেয়র বলেন, অভিযানে আমরা এক একটি এলাকা ধরে পরিচালনা করব, ওই এলাকার ফুটপাথ যতদিন পর্যন্ত দখলমুক্ত না হবে ততদিন পর্যন্ত অভিযান চলবে। ফুটপাথের ওপর থাকবে না কোন দোকান। ফুটপাথে রাখা যাবে না কোন নির্মাণ সামগ্রী। সেক্ষেত্রে এক এলাকায় যদি আমাদের ৫-১০ দিন লাগে, তাও অভিযান চলবে। তিনি বলেন, যারা এখনও ফুটপাথ দখল করে ব্যবসা করছেন তাদের বলছি আপনারা এখনই নিজ উদ্যোগে সরিয়ে নিন। এছাড়া বিভিন্ন ডেভেলপার কোম্পানি তাদের নির্মাণ সামগ্রী ফুটপাথে রেখে নির্মাণ কাজ পরিচালনা করেন। এতে আমাদের ড্রেনের ক্ষতি হয়, যে কারণে পানি নিষ্কাশন হয় না। আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করব। মেয়র বলেন, ডিএনসিসির উত্তরা অঞ্চল (অঞ্চল-১) থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হবে। অঞ্চল-১ এর সড়ক ও ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শেষ হওয়ার পরে অন্য অঞ্চলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে। সড়ক ও ফুটপাথ দখল করে কোন প্রকার ব্যবসা-বাণিজ্য করতে দেয়া হবে না। মেয়র দলমত নির্বিশেষে সবাইকে ফুটপাথ অবৈধ দখলমুক্ত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সড়ক ও ফুটপাথ দখল করে যারা নির্মাণ সামগ্রী রাখে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন ফারুক পাঠান বলেন, আমরা অবশ্যই সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করে দেশকে সুন্দর করে গড়ব। ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন, আমি ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে আমার এলাকার সকল সড়ক ও ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে ডিএনসিসির সঙ্গে কাজ করব। অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বলেন, পুলিশ মানুষের কল্যাণের জন্য কাজ করতে চায়। সড়ক ও ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএমপি সব ধরনের সহযোগিতা করবে।
×