ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকনাফে মিয়ানমারের ২১০ সিমসহ তিন রোহিঙ্গা আটক

প্রকাশিত: ১০:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০১৯

টেকনাফে মিয়ানমারের ২১০ সিমসহ তিন রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারের মোবাইল ফোন কোম্পানির ২১০ সীম কার্ডসহ ৩ জন রোহিঙ্গাকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে টেকনাফ থানার পুলিশ টেকনাফ স্থলবন্দরে অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাদের আটক করে। টেকনাফ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হচ্ছে- উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মোঃ শরীফের পুত্র রবি আলম (১৯), টেকনাফ নয়াপাড়া মৌচনী ক্যাম্পের মোঃ হোসেনের পুত্র সেলিম (২৫) ও মিয়ানমারে বসবাসকারী নুর আলমের পুত্র নুর হাসান (২৪)। প্রসঙ্গত বাংলাদেশ সরকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গত এক সপ্তাহ ধরে ৩ জি এবং ৪ জি বন্ধ করে দেয়ার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ওয়াই ফাই ও মিয়ানমারের মোবাইল অপারেটর (এমপিটি) কোম্পানির সীম ব্যবহার করে রোহিঙ্গারা তাদের নেট পুরোদমে সচল রেখেছে। টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকায় মিয়ানমারের নেটওয়ার্ক বিস্তৃত বলেই রোহিঙ্গারা ওপারের সীম ব্যবহার করে ঠিকই অপরাধ কর্মকা- চালিয়ে যাচ্ছে।
×