ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার বেড়েছে

প্রকাশিত: ১১:১১, ১৮ সেপ্টেম্বর ২০১৯

চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ চলতি (২০১৯-২০) অর্থবছরের প্রথম দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) বাস্তবায়ন বেড়েছে। আগস্ট পর্যন্ত বাস্তবায়ন হয়েছে ৪ দশমিক ৪৮ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের এ হার ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। এই দুই মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো বিভিন্ন প্রকল্পে ব্যয় করেছে ৯ হাজার ৬২৬ কোটি টাকা। গত অর্থবছরের দুই মাসে এর পরিমাণ ছিল ৬ হাজার ৩১৮ কোটি টাকা। অর্থাৎ বাস্তবায়নের হার বেড়েছে দশমিক ৯৯ শতাংশ, টাকার অঙ্কে ৩ হাজার ৩০৮ কোটি টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এডিপি বাস্তবায়নের হার তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রকল্প বাস্তবায়নের হার বাড়ার বিষয়ে এম এ মান্নান জানান, দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিটি বিভাগের প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। ১৯ সেপ্টেম্বর এরই অংশ হিসেবে রাজশাহী যাবেন এবং ওই বিভাগের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন। প্রকল্প বাস্তবায়নে সমস্যা কোথায়, সে সম্পর্কে বিস্তারিত শুনবেন। এরপর চট্টগ্রামে যাবেন একই কাজে। পরিকল্পনামন্ত্রীর এই উদ্যোগ প্রকল্প বাস্তবায়নের হার বাড়াতে ভূমিকা রাখছে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা। এ বিষয়ে কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অর্থছাড় প্রক্রিয়া সহজ করার পাশাপাশি এখন পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশন থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পের মনিটরিং জোরদার করা হয়েছে। তাছাড়া এখন জেলা পর্যায়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির বৈঠকে অংশগ্রহণ করছি। জেলা পর্যায়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অংশ নিয়ে প্রকল্পের মানসম্মত বাস্তবায়ন এবং অনিয়ম ও দুর্নীতি যেন না হয়, সেজন্য প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হচ্ছে। জানা গেছে, চলতি অর্থবছরে (২০১৯-২০) ২ লাখ ১৫ হাজার ১১৪ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নাধীন। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার ৯২১ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৭১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর বাইরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ থাকছে ১২ হাজার ৩৯৩ কোটি টাকা। এ অর্থবছরের এডিপিতে পদ্মাসেতু ও পদ্মাসেতুতে রেলসংযোগসহ গুরুত্ব বিবেচনায় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন খাতে। এছাড়া মন্ত্রণালয় হিসেবে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ।
×