ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিকারুননিসায় যোগ দিলেন নতুন অধ্যক্ষ

প্রকাশিত: ১১:১২, ১৮ সেপ্টেম্বর ২০১৯

ভিকারুননিসায় যোগ দিলেন নতুন অধ্যক্ষ

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে আদালতের রায় নিয়েই আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান। রবিবার বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত সরকারী শিক্ষক ফওজিয়া রেজওয়ানকে অধ্যক্ষ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দেয়ার পর সোমবারই নিয়োগের বিরুদ্ধে আদালতে রিট করা হয়েছিল। আদালতের কোন নিষেধাজ্ঞা না থাকায় মঙ্গলবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন। রবিবার সবুজবাগ সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনরত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়া রেজওয়ানকে ভিকারুননিসার অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় মন্ত্রণালয়। তবে তার নিয়োগ স্থগিত চেয়ে সোমবার সকালে রিট দায়ের করেন ভিকারুননিসার গবর্নিং বডির সাবেক সদস্য ও সুপ্রীমকোর্টের আইনজীবী মোঃ ইউনুছ আলী আকন্দ। ওইদিন এ রিটের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার আদালতের আদেশ না হওয়া পর্যন্ত ফওজিয়াকে যোগদানে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মঙ্গলবার শুনানি শেষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদালত রুল জারি করেছে। কিন্তু কোন নিষেধাজ্ঞা দেয়নি। এর ফলে ফওজিয়া রেজওয়ানের অধ্যক্ষ হিসেবে ভিকারুননিসায় যোগদানে বাধা নেই। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। পরে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংশ্লিষ্ট রিটের ওপর শুনানি নিয়ে হাইকোর্ট ২০০৯ সালের রেজুলেশন ৫১ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। একইসঙ্গে ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে ফওজিয়ার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত। রায়ের পরপরই দুপুরে প্রতিষ্ঠানের আহ্বায়ক কমিটির চেয়ারম্যানের উপস্থিতিতে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। আহ্বায়ক কমিটির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হকের সঙ্গে নতুন অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের মূল শাখা বেইলি রোডের ক্যাম্পাসে যান। সভাপতি উপস্থিত থেকে অধ্যক্ষকে তার দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব বুঝে পাওয়ার পর চেয়ারম্যানসহ ভিকারুননিসার সকল শাখা প্রধানদের সঙ্গে বৈঠক করেন অধ্যক্ষ। প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণœ রাখতে সকল শিক্ষককে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে বলেছেন অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান। এছাড়া কোন শিক্ষক যেন কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত না থাকেন সে বিষয়েও সর্তক করেছেন তিনি। যোগদানের পর অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান বলেন, সরকারী নির্দেশনায় আমি সোমবার যোগদান করলেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যোগদান করেছি। সভাপতি উপস্থিত থেকে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। যতদিন দায়িত্বে থাকব সততা ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করব। নানা বিরোধ আর বিতর্কের কারণে ভিকারুননিসা প্রায় ১০ বছর ধরে চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে। এর মধ্যে বহুবার নিয়োগের উদ্যোগ হলেও শেষ পর্যন্ত জটিলতার কারণে বন্ধ হয়ে যায় উদ্যোগ। আবার নিয়োগ পরীক্ষায় প্রতিষ্ঠানটির বাইরের কেউ ভাল ফল করলেও আপত্তি তোলা হয় সব সময়। শিক্ষকদের একটি অংশ বাইরের শিক্ষক নিয়োগের বিরোধিতায় সব সময় থাকেন সক্রিয়। এমন এক অবস্থায় বাইরে থেকে সরকারী কলেজের এক শিক্ষককে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। নতুন অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান বিসিএস শিক্ষা সংসদের একজন সদস্যও। সরকারী কলেজ শিক্ষককে অধ্যক্ষের দায়িত্ব দেয়া ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের ক্ষেত্রে এটাই প্রথম। তবে বিষয়টি নিয়ে ইতোমধ্যেই প্রতিষ্ঠানে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এর আগে একাধিকবার বাইরের শিক্ষককে দায়িত্ব দেয়ায় আন্দোলনের মুখে পড়তে হয়েছে। সরে যেতে বাধ্য হয়েছেন এমন ঘটনাও আছে। তবে এবার পরিস্থিতি কেমন হবে সেটাই এখন দেখার বিষয়।
×