ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের রাজনীতিতে আজ শূন্যতা বিরাজ করছে ॥ জিএম কাদের

প্রকাশিত: ১১:১২, ১৮ সেপ্টেম্বর ২০১৯

দেশের রাজনীতিতে আজ শূন্যতা বিরাজ করছে ॥ জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের বর্তমান রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে। এ শূন্যতায় জাতীয় পার্টিই হতে পারে গণমানুষের আস্থার স্থান। জাতীয় পার্টি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে। গণমানুষের সমর্থন নিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে জাতীয় পার্টি। মঙ্গলবার দলের চেয়ারম্যানের বনানী অফিসে গুলশান-বনানী ও মহাখালী এলাকার শতাধিক সাবেক বিএনপি নেতা জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন। যোগদানকারীদের স্বাগত জানিয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন গরিব-দুঃখী মানুষের অকৃত্রিম বন্ধু। অসহায় ও দুস্থ মানুষের স্বার্থে আজীবন নিবেদিত ছিলেন তিনি। আমরা তার আদর্শ ও কর্মসূচী বাস্তবায়ন করতে এগিয়ে চলেছি। আপনারা আমাদের সঙ্গে থেকে হুসেইন মুহম্মদ এরশাদের যোগ্য অনুসারী হিসেবে নিজেদের প্রমাণ করবেন। এ সময় বনানী থানা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন সরদার, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক কামাল হোসেন, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান রাজু, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, গুলশান থানা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বনানী থানা বিএনপির সাবেক সহ-সম্পাদক মতিউর রহমান উজ্জল, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সদস্য নিয়ামুল ইসলাম মাসুদসহ শতাধিক নেতাকর্মী জিএম কাদেরের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় প্রমুখ।
×