ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইসি সচিবালয়ে সিনিয়র সচিবের দায়িত্বে মোঃ আলমগীর

প্রকাশিত: ১১:১৩, ১৮ সেপ্টেম্বর ২০১৯

ইসি সচিবালয়ে সিনিয়র সচিবের দায়িত্বে মোঃ আলমগীর

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রথমবারের মতো সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আলমগীর। গত সোমবার তাকে কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব হিসেবে নির্বাচন কমিশনে পদায়ন করা হয়েছে। এর আগে গত ১০ জুন থেকে তিনি কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় মঙ্গলবার তাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোখলেসুর রহমান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য প্রথমবারের মতো সরকারের একজন সিনিয়র সচিব পাওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন। সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে মানুষ যে তার ফল পায় তার বড় উদাহরণ হলো মোঃ আলমগীর। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আলমগীর তাঁর জীবনের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। মোঃ আলমগীর ১৯৮৬ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে চাকরি জীবন শুরু করেন।
×