ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ১১:১৪, ১৮ সেপ্টেম্বর ২০১৯

প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৭ সেপ্টেম্বর ॥ রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন মঙ্গলবার সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পেয়েই প্রার্থীরা প্রচার শুরু করেছেন। প্রতীকগুলোর মধ্যে বিএনপি প্রার্থী রিটা রহমান ধানের শীষ, গণফ্রন্টের প্রার্থী কাজী মোঃ শহিদুল্লাহ দলীয় প্রতীক মাছ, খেলাফত মজলিস প্রার্থী তৌহিদুর রহমান ম-ল দলীয় প্রতীক দেয়াল ঘড়ি এবং এনএনপি প্রার্থী শফিউল আলম দলীয় আম প্রতীক পেয়েছেন। এরশাদ পুত্র জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল। অপরদিকে, এইচ এম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহারিয়ার আসিফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন মোটরগাড়ি (কার) প্রতীক। প্রতীক বরাদ্দের সময় প্রার্থীরা নিজেই উপস্থিত থেকে দলীয় প্রতীক নিলেও জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ নিজে উপস্থিত ছিলেন না। এদিকে প্রতীক পেয়ে বিএনপি প্রার্থী রিটা রহমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আমার এখনও সন্দেহ রয়েছে। কারণ ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হলে ফল উল্টানো যায়। এর প্রমাণ বিভিন্ন দেশে আমরা দেখেছি। এরপরও আমি আশা করছি, যেহেতু এ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে না সে কারণে নির্বাচন সুষ্ঠু হবে।’ অস্বাস্থ্যকর মিষ্টি, চার লাখ টাকা দণ্ড বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তনু চৌধুরীর নেতৃত্বে সোমবার ধউর, তুরাগ ও ঢাকায় অবস্থিত ‘নিত্য মিষ্টি কারখানা’র বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় চার লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে কারখানার দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি
×