ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী গাজীপুর যাচ্ছেন আজ

প্রকাশিত: ১১:১৫, ১৮ সেপ্টেম্বর ২০১৯

প্রধানমন্ত্রী গাজীপুর যাচ্ছেন আজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গাজীপুরের কাশিমপুরে আসছেন। তিনি কাশিমপুরের তেঁতুইবাড়ির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের ১ম স্নাতক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন। এ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শেখ রেহানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কলেজ প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় এ অনুষ্ঠান হবে। তাঁরা এ হাসপাতাল ও কলেজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন এবং খোঁজখবর নেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন ও ১ম স্নাতক সমাপনী অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। রীভা গাঙ্গুলির সঙ্গে বৈঠক জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতীয় কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) কৃষ্ণস্বামী নটরাজন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে বৈঠক করেছেন। বাংলানিউজ জানায়, মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বৈঠকে ভারতীয় কোস্টগার্ড প্রধান কৃষ্ণস্বামী নটরাজন বাংলাদেশ ও ভারতের কোস্টগার্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। ভারতীয় কোস্টগার্ডের মহাপরিচালক কৃষ্ণস্বামী নটরাজন ১৫-১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করছেন। সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে। বাংলাদেশে ভারতীয় কোস্টগার্ড প্রধানের এই সফর সমুদ্রসীমায় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে ও দুদেশের কোস্টগার্ডের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে ভারত হাইকমিশন।
×