ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্যারিসে পিএসজি-রিয়াল মাদ্রিদ মহারণ আজ

প্রকাশিত: ১১:২৯, ১৮ সেপ্টেম্বর ২০১৯

প্যারিসে পিএসজি-রিয়াল মাদ্রিদ মহারণ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরের ২০১৯-২০ মৌসুমের মাঠের লড়াই শুরু হয়েছে মঙ্গলবার। আজ দ্বিতীয়দিনে ইউরোপের বিভিন্ন প্রান্তে চার গ্রুপের আটটি দল মাঠে নামছে। এর মধ্যে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইন ও স্পেনের রিয়াল মাদ্রিদের ম্যাচটি নিয়ে। প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের মহারণটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়। তবে ম্যাচটির আকর্ষণ কিছুটা হলেও কমেছে পিএসজির দুই সুপারস্টার নেইমার ও কিলিয়ান এমবাপে খেলতে না পারায়। নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। আর চোট ছিটকে দিয়েছে বিশ্বকাপ জয়ী ফরাসী ফরোয়ার্ডকে। রিয়ালও পাচ্ছে না তাদের ব্রাজিলিয়ান লেফটব্যাক মার্সেলোসহ আরও কয়েকজনকে। আজ রাতে মিশন শুরু করছে চ্যাম্পিয়ন্স লীগের বর্তমান রানার্সআপ টটেনহ্যাম হটস্পার। ‘বি’ গ্রুপের ম্যাচে স্পার্সরা আতিথ্য নিচ্ছে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের। গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠ মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় সার্বিয়ার রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে খেলবে জার্মানির বেয়ার্ন মিউনিখ। ম্যানচেস্টার সিটিতে বেশ কয়েক বছর হয়ে গেছে তারকা কোচ পেপ গার্ডিওলার। ইংলিশ প্রিমিয়ার লীগে দলকে সাফল্য এনে দিতে পারলেও পারেননি চ্যাম্পিয়ন্স লীগে। এবার এই আক্ষেপ ঘোচাতে মিশন শুরু করছে সিটিজেনরা। ‘সি’ গ্রুপের এ্যাওয়ে ম্যাচে সিটি খেলবে স্বাগতিক ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্কের বিরুদ্ধে। গ্রুপের আরেক ম্যাচে লড়বে ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব ইতালির আটলান্টা। ‘ডি’ গ্রুপের ম্যাচে স্পেনের এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলবে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। গত মৌসুমে খুব একটা সুবিধা করতে না পারা ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবার ভাল করতে মুখিয়ে আছেন। গ্রুপের আরেক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে জার্মানির বেয়ার লেভারকুসেন ও রাশিয়ার লোকোমোটিভ মস্কো। দলবদলের বিতর্ক পেরিয়ে দীর্ঘদিন পর গত ১৪ সেপ্টেম্বর পিএসজির জার্সিতে মাঠে নামেন নেইমার। ফরাসী লীগ ওয়ানের ম্যাচে শেষ মুহূর্তে গোল করে দলকে জয়ও এনে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু ২৭ বছর এই তারকা চ্যাম্পিয়ন্স লীগে খেলতে পারছেন না রিয়ালের বিরুদ্ধে। কারণ গত মৌসুমে ম্যাচ রেফারিকে অপমান করে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। যেটা এই মৌসুমের প্রথম ম্যাচগুলোতে কার্যকর হবে। তবে আপীলের পর এই নিষেধাজ্ঞা তিন ম্যাচ থেকে কমে দুই হয়েছে। দ্য কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট ব্রাজিলিয়ান সুপারস্টারের সাজা কমিয়েছে। রিয়াল ছাড়াও গ্রুপপর্বের আরেক ম্যাচে তুরস্কের গালাতাসারের বিরুদ্ধে মাঠের বাইরে থাকতে হবে পিএসজি তারকাকে। তবে নিষেধাজ্ঞা কমে যাওয়াতে নেইমার খেলতে পারবেন ২২ অক্টোবর, ক্লাব ব্রুজের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লীগের গত মৌসুমে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয় পিএসজি। ওই ম্যাচে শেষ মুহূর্তের ‘বিতর্কিত’ গোলে নাটকীয় জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেড ডেভিলসরা। ম্যাচে ম্যানইউর পেনাল্টি গোলটি মেনে নিতে পারেননি নেইমার। অবশ্য চোটের কারণে ম্যাচটিও তিনি ছিলেন দর্শক। দর্শক সারিতে বসে উত্তেজিত ভঙ্গিতে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান পিএসজি ফরোয়ার্ড। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রেফারির সিদ্ধান্তকে কটূক্তি করেন নেইমার। যে কারণে নিষিদ্ধ হতে হয় তাকে। নেইমার ও এমবাপে ছাড়াও পিএসজির আরেক ফরোয়ার্ড এডিনসন কাভানিও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। উরুগুইয়ান ফরোয়ার্ডের পুরো সময় খেলা নিয়ে তাই সংশয় আছে। কাভানির পরিবর্তে পিএসজি কোচ টমাস টাচেলের স্কোয়াডে শুরু থেকে মাঠে দেখা যেতে পারে ইন্টার মিলান থেকে ধারে পিএসজিতে যোগ দেয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্ডিকে। এছাড়াও মূল একাদশে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিএসজির গোলপোস্ট সামলাতে দেখা যেতে পারে কেইলর নাভাসকে। পিএসজির বিরুদ্ধে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদও। চোট পেয়ে ছিটকে পড়া খেলোয়াড়দের তালিকায় যোগ হয়েছেন মার্সেলো। এর আগে উরুতে চোট পাওয়ায় পিএসজির বিরুদ্ধে অনিশ্চিত হয়ে পড়েছেন ২০১৮ সালের বর্ষসেরা ফুটবলার লুকা মডরিচ। পায়ের পেশির চোটে ভুগছেন কলম্বিয়ার মিডফিল্ডার জেমস রড্রিগুয়েজ। চোট আছে রডরিগো, ইস্কো ও তরুণ স্প্যানিশ মিডফিল্ডার ব্রাহিম ডিয়াসেরও। যে কারণে রিয়াল-পিএসজি দ্বৈরথ শুরু হওয়ার আগেই অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে।
×