ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাইফের নেতৃত্বে ভারত সফরে বাংলাদেশ অনুর্ধ-২৩

প্রকাশিত: ১১:৩০, ১৮ সেপ্টেম্বর ২০১৯

সাইফের নেতৃত্বে ভারত সফরে বাংলাদেশ অনুর্ধ-২৩

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন আগে বিসিবি একাদশ ভারত সফরে গিয়েছিল আমন্ত্রণমূলক একটি চারদিনের ম্যাচের টুর্নামেন্ট খেলতে। মুমিনুল হকের নেতৃত্বে সেই আসরে সেমিফাইনাল খেলেছিল বিসিবি একাদশ। এবার ভিন্ন মিশনে বাংলাদেশ অনুর্ধ-২৩ (ইমার্জিং) ক্রিকেট দল ভারত সফরে গেছে তরুণ ওপেনার সাইফ হাসানের নেতৃত্বে। বিসিবির হাইপারফর্মেন্স ইউনিটের (এইচপি) অধীনে থাকা খেলোয়াড়দের মধ্যে থেকেই ১৫ সদস্যের দলটি গড়েছেন নির্বাচকরা। ভারত অনুর্ধ-২৩ ক্রিকেট দলের বিপক্ষে সফরকারীরা ৫ ওয়ানডে সিরিজ খেলবে। আজই প্রথম ওয়ানডে। ইমার্জিং দল কিছুদিন আগেই দেশের মাটিতে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ খেলেছে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় স্বাগতিক অনুর্ধ-২৩ দলটি। নাজমুল হোসেন শান্তর অধীনে সেই সিরিজ খেলেছে বাংলাদেশের উদীয়মান তারকারা। এবার দলে শান্ত নেই। এমনকি ইয়াসিন আরাফাত মিশু, আমিনুল ইসলাম বিপ্লব, নাঈম হাসান, মোহাম্মদ নাইম শেখ ও আফিফ হোসেন ধ্রুবও নেই ভারতে যাওয়া দলটিতে। তবে এইচপির অধীনে থাকা খেলোয়াড়রাই সুযোগ পেয়েছেন ভারতে যাওয়া স্কোয়াডে। তাছাড়া একই সময়ে শ্রীলঙ্কা সফরে ‘এ’ দল যাবে, তাই সেই দলের জন্যও কিছু খেলোয়াড়কে পাঠাতে হয়েছে। আজ প্রথম ওয়ানডের পর ২১, ২৩, ২৫ ও ২৭ সেপ্টেম্বর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই লক্ষেèৗয়ের ভারতরতœ শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে। তবে প্রথম ম্যাচ খেলার আগে সেভাবে অনুশীলনের সুযোগ পায়নি সাইফ হাসানের দল। কারণ মঙ্গলবার সকালে তারা ভারত রওনা দিয়েছেন। আর আজই সকালে নামতে হবে ম্যাচ খেলতে। বাংলাদেশ অনুর্ধ-২৩ দল ॥ সাইফ হাসান (অধিনায়ক), ফারদিন হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোহাম্মদ আল আমিন, জাকির হাসান, জাকের আলী অনিক, আরিফুল হক, তানভির ইসলাম, শেখ মেহেদী হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক ও সাব্বির হোসেন।
×