ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুমিনুলের নেতৃত্বে ‘এ’ দলে সৌম্য-মিরাজ

প্রকাশিত: ১১:৩১, ১৮ সেপ্টেম্বর ২০১৯

মুমিনুলের নেতৃত্বে ‘এ’ দলে সৌম্য-মিরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন আগেও জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। কিন্তু ঘরের মাটিতে চলমান ত্রিদেশীয় টি২০ সিরিজে আগেই বাংলাদেশ দল থেকে ছিটকে যান মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচে খেলে ব্যর্থ হওয়ায় ছিটকে যান বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। এ দু’জনই এবার বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। মুমিনুল হক সৌরভের নেতৃত্বে ১৬ সদস্যের দলটি আজই শ্রীলঙ্কা রওনা হবে। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ২টি চারদিনের ম্যাচ এবং ৩টি ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। গত জুলাইয়ের শেষদিকে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের সঙ্গে গিয়ে ম্যাচ খেলেছিলেন ওপেনার এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সৌম্য ও মিরাজ। দেড় মাস না গড়াতেই এ ৪ জন আবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। তবে এবার বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। তরুণ-অভিজ্ঞদের সমন্বয়েই গড়া হয়েছে দলটি। সম্প্রতিই টেস্ট খেলা ওপেনার সাদমান ইসলাম অনিকও আছেন এ দলে। এছাড়া বিশ্বকাপ স্কোয়াডে থাকা পেসার আবু জায়েদ রাহী যাচ্ছেন শ্রীলঙ্কা। এই দলটির সঙ্গে পরে যোগ দেবেন অনুর্ধ-২৩ দলের অধিনায়ক হিসেবে ভারত সফরে যাওয়া ওপেনার সাইফ হাসান। সেখানে ২৭ সেপ্টেম্বর ৫ ম্যাচের সিরিজ শেষ হবে। আর শ্রীলঙ্কায় প্রথম চারদিনের ম্যাচটি শুরু ২৩ সেপ্টেম্বর। ২৩-২৬ সেপ্টেম্বর প্রথম চারদিনের ম্যাচ কাতুনায়েকেতে, ৩০ সেপ্টেম্বর-৩ অক্টোবর দ্বিতীয় চারদিনের ম্যাচ গলে। ৭ ও ৯ অক্টোবর প্রথম দুই ওয়ানডে হাম্বানটোটায় এবং ১২ অক্টোবর কলম্বোয় তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এ কারণে চলমান ত্রিদেশীয় টি২০ সিরিজে বাংলাদেশ দলে থাকায় নাজমুল হোসেন শান্ত পরে গিয়ে যোগ দেবেন জাতীয় দলে। বাংলাদেশ ‘এ’ দল ॥ মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, জহুরুল ইসলাম অমি, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন চৌধুরী, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও মেহেদী হাসান মিরাজ।
×