ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিজার্ভে ৬৮ শতাংশ মুনাফা যোগ হবে বিএসআরএম লিমিটেডের

প্রকাশিত: ১১:৩২, ১৮ সেপ্টেম্বর ২০১৯

রিজার্ভে ৬৮ শতাংশ মুনাফা যোগ হবে বিএসআরএম লিমিটেডের

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেডের ২০১৮-১৯ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৩২ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ আকারে বিতরণ করা হবে। বাকি ৬৮ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিএসআরএম লিমিটেডের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.৮৮ টাকা। আর এই মুনাফার বিপরীতে কোম্পানিটির পর্ষদ ২৫ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ২.৫০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৩২ শতাংশ। আর বাকি ৬৮ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে। কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি ৭.৮৮ টাকা হিসেবে মোট ১৮৬ কোটি ২ লাখ টাকা মুনাফা হয়েছে। এর মধ্য থেকে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ আকারে শেয়ার প্রতি ২.৫০ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ৫৯ কোটি ২ লাখ টাকা বিতরণ করা হবে। অর্থাৎ লভ্যাংশ প্রদান অনুপাত হবে ৩২ শতাংশ। মুনাফার বাকি ১২৭ কোটি টাকা রিজার্ভে যোগ হবে। ২৩৬ কোটি ৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের বিএসআরএম লিমিটেডে ১ হাজার ৭৯ কোটি ৭৮ লাখ টাকার রিজার্ভ রয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার লেনদেনে শেষে বিএসআরএম লিমিটেডের শেয়ার দর দাঁড়িয়েছে ৬৫.৪০ টাকায়।
×