ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একীভূত হবে বিএসআরএমের দুই কোম্পানি

প্রকাশিত: ১১:৩২, ১৮ সেপ্টেম্বর ২০১৯

একীভূত হবে বিএসআরএমের দুই কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম লিমিটেড) ও অ-তালিকাভুক্ত বিএসআরএম স্টিল মিলস লিমিটেড (বিএসআরএম এসএমএল) একীভুতকরন হবে। যা শেয়ারহোল্ডারদের সম্মতি ও উচ্চ-আদালতের অনুমোদন সাপেক্ষ বাস্তবায়ন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিএসআরএম লিমিটেড বর্তমানে বিএসআরএম এসএমএল এর ৪৪.৯৭ শতাংশ শেয়ার ধারন করছে। এ অবস্থায় বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদ শতভাগ শেয়ার অধিগ্রহনের সিদ্ধন্ত নিয়েছে। অর্থাৎ বিএসআরএম এসএমএল তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেডের সঙ্গে একীভুতকরন হবে। এর জন্য বাকি ৫৫.০৩ শতাংশের বিপরীতে শেয়ার ইস্যু করা হবে। একীভূতকরনের লক্ষ্যে বিএসআরএম লিমিটেড এরই মধ্যে ভ্যালুয়ার নিয়োগ দিয়েছে। যারা বিএসআরএম এসএমএলের দর ও শেয়ার ইস্যুর পরিমাণ মূল্যায়ন করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×