ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শার্শার আসামির স্ত্রী গণধর্ষণ ॥ ফের রিমান্ডে তিন আসামি

প্রকাশিত: ০২:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০১৯

শার্শার আসামির স্ত্রী গণধর্ষণ ॥ ফের রিমান্ডে তিন আসামি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের চাঞ্চল্যকর শার্শায় আসামির স্ত্রীকে গণধর্ষণ মামলায় আটক তিনজনের আবারও দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- শার্শার লক্ষ্মণপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল কাদের, আব্দুল মাজেদের ছেলে আব্দুল লতিফ ও চটকাপোতা গ্রামের মৃত হামিজ উদ্দিনের ছেলে কামরুজ্জামান। গত ৮ সেপ্টেম্বর এ আসামিদের একই মামলায় তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী মাদক মামলায় কারাগারে আটক আছেন। গত ২ সেপ্টেম্বর গভীররাতে খাইরুল দারোগা পরিচয়ে ঘরের দরজা খুলতে বলে। তারা ঘরে ঢুকে স্বামীর মামলা হালকা করে দেয়ার কথা বলে ওই গৃহবধূর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তারা ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরদিন ওই গৃহবধূ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করাতে আসলে বিষয়টি জানাজানি হয়। এরপর ওই গৃহবধূ আটক তিনজনের নাম উল্লেখসহ অপরিচিত একজনকে আসামি করে শার্শা থানায় গণধর্ষণের অভিযোগে মামলা করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করে। পরে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে গত ৮ সেপ্টেম্বর শুনানি শেষে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক। গত ১১ সেপ্টেম্বর রিমান্ড শেষে ওই তিনজনকে আদালতে সোপর্দ করা হয়। ১৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আটক তিনজনের তিনদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বুধবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে প্রত্যেক আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
×