ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইবি শাখা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে গণস্বাক্ষর

প্রকাশিত: ০৪:৩১, ১৮ সেপ্টেম্বর ২০১৯

ইবি শাখা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে গণস্বাক্ষর

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে সাদা কাপড়ে স্বাক্ষর নেয় তারা। এছাড়া একই দাবিতে বিক্ষোভ মিছিল করে দলের নেতাকর্মীরা। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃত্বে আসতে ৪০ লাখ টাকা লেনদেনের অডিও ফাঁস হয় শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে। এই অভিযোগে কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করছে শাখা ছাত্রলীগের কর্মীরা। বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে গনস্বাক্ষর কর্মসূচী পালন করে তারা। সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে সাদা কাপড় এবং কাগজে স্বাক্ষর নেয় তারা। কমিটি বাতিল এবং রাকিবুল ইসলাম রাকিবকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ কর্মীরা। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ইবি শাখা সাবেক সাংগঠিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের রহমান, উপ সম্পাদক ফয়সাল সিদ্দিকি আরাফাতসহ ছাত্রলীগের কর্মীরা। এর আগেও দুই সদস্য বিশিষ্ট কমিটিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করে ছাত্রলীগের একাংশ। এদিকে রাকিবকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করার জন্য বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট দাবি জানিয়েছে নেতা-কর্মীরা। উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের ৪০ লাখ টাকা ব্যয়ে নেতৃত্বে আসার অডিও ফাঁস হয়। এছাড়াও ওই কথোপকথোনে বিশ্ববিদ্যালয় ড্রাইভার নিয়োগ নিয়েও আলোচনা হয়।
×