ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় প্রাণে বাঁচল ৪০ বাসযাত্রী

প্রকাশিত: ০৮:১৪, ১৮ সেপ্টেম্বর ২০১৯

নেত্রকোনায় প্রাণে বাঁচল ৪০ বাসযাত্রী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার মদন উপজেলা সদর থেকে ঢাকাগামী একটি বাসের অন্তত ৪০ যাত্রী ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় আটপাড়া উপজেলার শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় অন্তত ৩০ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত দুই নারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ন’টার দিকে শাহজালাল পরিবহনের একটি বাস মদন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। সাড়ে ৯টার দিকে আটপাড়া উপজেলার শ্রীপুর এলাকায় পৌঁছলে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয় জনতা যাত্রীদের উদ্ধার করেন। আহতদের মধ্যে দুই নারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন মদন উপজেলার চানগাঁও গ্রামের জানু মিয়ার মেয়ে জ্যোৎস্না বেগম এবং বাড়িভাদেরা গ্রামের মাহফুজুর রহমানের মেয়ে নাদিয়া। এদিকে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। আটপাড়া থানা পুলিশ বাসটি আটক করেছে।
×