ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিতে হবে বিকল্প ব্যবস্থা

প্রকাশিত: ০৯:২১, ১৯ সেপ্টেম্বর ২০১৯

নিতে হবে বিকল্প ব্যবস্থা

ফুটপাথ যে পথচারীদের হাঁটার জন্য তৈরি করা হয় বাংলাদেশের মানুষ তা ভুলে গেছে। মানুষের মাঝে সাধারণ একটা ধারণা জন্মেছে, ফুটপাথ হয়ত খোলা বাজার বসার জন্য তৈরি হয়েছে। দেশের ফুটপাথের অবস্থা দেখলে এমন চিন্তা আসা অমূলক নয়। এই চিন্তা কখনও কখনও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কারণ, ফুটপাথে হকারদের উৎপাতে অসহায় মানুষ। এই অসহায়ত্বের সুযোগে সুবিধা ভোগ করে বেশ কিছু মানুষ। ফুটপাথে ব্যবসা বসিয়ে ভোগ করে সুবিধা। আয় করে টাকা। ফুটপাথে ময়লা জীর্ণশীর্ণ কাপড় ব্যবসায়ীরা যে নিজ শক্তিবলে ব্যবসা করে যাচ্ছে, তা ভাবা বোকামি বৈ কিছু নয়। কারণ এদের দিয়ে ব্যবসা করে কিছু সিন্ডিকেট চক্র। দিন ও মাস হিসেবে সেই চক্র গুণে নেয় চাঁদা। এই চাঁদাবাজরা প্রকাশ্যে থেকেও নেই। প্রশাসন দেখেও না দেখার ভান করে থাকে। প্রশাসনের এই ভান ধরা ভদ্রতার কারণে নয়, যোগ্য উৎকোচই তাদের চাঁদাবাজদের প্রতি ভদ্র সাজতে শেখায়। সমীক্ষা করলে দেখা যাবে, দেশে যানজটের জন্য বড় রকমের দায়ী এই ফুটপাথ বাণিজ্য। পথচারীরা বাধ্য হয়েই প্রধান সড়কে নেমে পড়ে। আর এই সড়কে নামাই যানজট ও দুর্ঘটনার জন্ম দেয়। সরকার ইচ্ছে করলেই এসব ফুটপাথের ব্যবসা বন্ধ করতে পারবে না। মনে রাখতে হবে, ফুটপাথের ব্যবসার কাস্টমার আছে বলেই এই ব্যবসা টিকে আছে। নিম্নবিত্ত মানুষের প্রধান ভরসা এই ফুটপাথ। তাই ফুটপাথের বিকল্প গড়ে তুলতে হবে। গড়তে হব ফুটপাথের বাইরে সস্তা মার্কেট। সরিয়ে দিতে ফুটপাথের ব্যবসায়ীদের এসব মার্কেটে। তা হলে হয়ত, পথচারীদের হয়ে উঠবে ফুটপাথ। ভিক্টোরিয়া সরকারী কলেজ, কুমিল্লা থেকে
×