ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরান থেকেই সৌদির তেলক্ষেত্রে হামলা ॥ যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৯:২৩, ১৯ সেপ্টেম্বর ২০১৯

ইরান থেকেই সৌদির তেলক্ষেত্রে হামলা ॥ যুক্তরাষ্ট্র

সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি তেলক্ষেত্রে হামলার ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই ইরানের ওপর দোষ চাপানো হচ্ছে। শনিবার আরামকো তেল কোম্পানির আবকাইক ও খুরাইশ স্থাপনায় হামলা চালানো হয়। এতে ওই দুই তেলক্ষেত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গালফ নিউজ। যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, যেখান থেকে সৌদিতে হামলা চালানো হয়েছে সেই এলাকা শনাক্ত করা সম্ভব হয়েছে। ইরান থেকেই সৌদির দুই তেলক্ষেত্রে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবারের ওই হামলার পর সৌদির তেল ও গ্যাস উৎপাদন শতকরা ৫০ ভাগ কমে গেছে। সৌদিতে তেল উৎপাদন প্রতিদিন ৫৭ লাখ ব্যারেল কমে গেছে। সৌদি আরবে ফের ক্ষেপণাস্ত্র হামলা ॥ সৌদি আরবের আসির প্রদেশে এক সেনা সমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি সেনারা। ইয়েমেনী সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে আরবী টিভি চ্যানেল আল-মাসিরার জানায়, দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে সেনাবাহিনী ওই হামলা চালায় এবং সৌদি আরবের সেনাদের সমাবেশে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
×