ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্যাভেজের বিরুদ্ধে বিষোদ্গার

প্রকাশিত: ০৯:২৪, ১৯ সেপ্টেম্বর ২০১৯

শ্যাভেজের বিরুদ্ধে বিষোদ্গার

ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট প্রয়াত হুগো শ্যাভেজ যুক্তরাষ্ট্রে কোকেইন দিয়ে সয়লাব করার চেষ্টা করেছিলেন, সদ্য ফাঁস এক গোপন মার্কিন নথি থেকে এটি জানা গেছে। শ্যাভেজ ২০০৫ সালে সিনিয়র কর্মকর্তা ও ফার্ক বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করেন বলে ফেডারেল প্রসিকিউটরের ওই নথিতে বলা হয়েছে। ভেনিজুয়েলার সুপ্রীমকোর্টের ম্যাজিস্ট্রেট এলাডিও অপন্তে ২০১২ সালে পক্ষ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানে এই তথ্য ফাঁস করেন। -ওয়াল স্ট্রিট জার্নাল জার্মানি-ইইউ দ্বন্দ্ব ইইউর সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চলেছে জার্মানি। ব্রেক্সিট বা ব্রিটেন জোট থেকে বেরিয়ে যাওয়ার পর জোট সদস্যদের দেয় অর্থের পরিমাণ কিছুটা বাড়বে। কিন্তু জার্মানি অতিরিক্ত ১ শতাংশ চাঁদা দিতে অস্বীকার করবে বলে মনে হচ্ছে। জ্যঁ ক্লদ জাঙ্কারের বিদায়ের পর ইউরোপীয় কমিশনের প্রধান হতে যাচ্ছেন জার্মান রাজনীতিক উরসুলা ভন ডার লিয়েন। দায়িত্ব গ্রহণের আগেই উরসুলার সঙ্গে চ্যান্সেল এ্যাঞ্জেলা মেরকেলের মতপার্থক্য তৈরি হয়েছে বলে জানা গেছে। -এক্সপ্রেস ইউকে
×