ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড অনুমোদন

প্রকাশিত: ০৯:২৫, ১৯ সেপ্টেম্বর ২০১৯

স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের বন্ড প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। বুধবার বিএসইসির ৬৯৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়। সূত্র মতে, ব্যাংকটির ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন হয়েছে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। ৭ বছর মেয়াদী এই বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে, নন-কনভার্টেবল, আনলিস্টিড, ফুলি ডিডেম্বল, ফ্লাটিং রেটেড এবং সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ক্রয় করতে পারবে। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে স্ট্যান্ডার্ড ব্যাংক টায়ার-ওও ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের এবং মেন্ডেটেড জয়েন্ট এ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে কাজ করছে যথাক্রমে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এমটিবি ক্যাপিটালর লিমিটেড।
×