ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আগামী ২১ সেপ্টেম্বর সিলেট চেম্বার নির্বাচন

প্রকাশিত: ০৯:২৯, ১৯ সেপ্টেম্বর ২০১৯

আগামী ২১ সেপ্টেম্বর সিলেট চেম্বার নির্বাচন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নানান জটিলতার পর অবশেষে সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১ সেপ্টেম্বর এই নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচনী বোর্ড। বুধবার দুপুরে চেম্বার কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে প্রস্তুতির তথ্য জানান চেম্বার প্রশাসক ও নির্বাচনী বোর্ডের কর্মকর্তারা। ওইদিন ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে এবং ভোট গণনা শেষে ওইদিনই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা সর্বমোট ২,৪৬৫ জন। যার মধ্যে অর্ডিনারি ১৪১৩ জন, এ্যাসোসিয়েট ১০৪০ জন, ট্রেড গ্রুপ ১১ জন ও টাউন এ্যাসোসিয়েশন ১ জন। পরিচালনা পরিষদের ২২টি পদে সর্বমোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে অর্ডিনারি শ্রেণী থেকে ২৪ জন, এ্যাসোসিয়েট শ্রেণী থেকে ১০ জন এবং ট্রেড গ্রুপ শ্রেণী থেকে ৬ জন প্রার্থী রয়েছেন। টাউন এ্যাসোসিয়েশন শ্রেণীতে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই শ্রেণীর একমাত্র প্রার্থী শমশের জামালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। অর্ডিনারি শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ১২টি ভোট, এ্যাসোসিয়েট শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ৬টি ভোট এবং ট্রেড গ্রুপ শ্রেণীতে প্রত্যেক ভোটারকে ৩টি ভোট অবশ্যই প্রদান করতে হবে। নির্ধারিত সংখ্যার চাইতে ভোট বেশি বা কম হলে ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে। সংবাদ সম্মেলনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
×