ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোঃ মাসুদ খান

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

প্রকাশিত: ০৯:৩৭, ১৯ সেপ্টেম্বর ২০১৯

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। সধংযঁফ.শযধহ.ফঢ়ংপ@মসধরষ.পড়স অধ্যায় - ৭ গ্যাসীয় বিনিময় জ্ঞানমূলক প্রশ্নোত্তর ০১। মানবদেহে কত সময় পর্যন্ত ঙ২ সরবরাহ বন্ধ থাকলে মৃত্যু অনিবার্য? উত্তর : ৩-৪ মিনিটের বেশি ০২। উদ্ভিদের গ্যাসীয় বিনিময় মূলত কয়টি উপায়ে হয়? উত্তর : ২টি ০৩। বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে কী ঘটে? উত্তর : শ^াসকষ্ট ০৪। উদ্ভিদ কীসের মাধ্যমে পানি থেকে গ্যাস সংগ্রহ করে? উত্তর : মূল ০৫। উদ্ভিদে লেন্টিসেল পাওয়া যায় কোথায়? উত্তর : কান্ডের বাকলে ০৬। পত্ররন্ধ্র দিনের বেলায় কোন সময় খোলা থাকে? উত্তর : সকাল ১০-১১টায় ও বিকাল ৩টায় ০৭। শ^সন প্রক্রিয়া কতক্ষণ সংঘটিত হয়? উত্তর : ২৪ ঘণ্টা ০৮। মানবদেহে বায়ুর সাথে অক্সিজেন কোথায় প্রবেশ করে? উত্তর : ফুসফুসে ০৯। সালোকসংশ্লেষণ কোথায় সংঘটিত হয়? উত্তর : পাতার মেসোফিল প্যারেনকাইমায় ১০। অক্সিজেন কোন মাধ্যমে মানবদেহের সব অঙ্গে পৌছায়? উত্তর : রক্তের মাধ্যমে ১১। ফুসফুস যে পর্দা দ্বারা আবৃত তার নাম কী? উত্তর : প্লুরা ১২। ফুসফুসের প্রতিটা বায়ুথলি কী দ্বারা পরিবেষ্টিত থাকে? উত্তর : কৈশিক নালিকা ১৩। ব্রঙ্কাস কোন তন্ত্রের অংশ? উত্তর : শ^সন ১৪। স্বরযন্ত্রের উপর জিহ্বা আকৃতির ঢাকনাটির নাম কী? উত্তর : ঊঢ়রমষড়ঃঃরং ১৫। খধৎুহী-এর অবস্থান কোথায়? উত্তর : গলবিলের নিচে ১৬। শ^সনতন্ত্রের প্রথম অংশের নাম কী? উত্তর : নাসিকা ১৭। পরিপাককৃত খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে কোথায়? উত্তর: দেহকোষে ১৮। নাসাপথের পশ্চাৎভাগ থেকে স্বরযন্ত্রের উপরিভাগ পর্যন্ত কোন অংশটি বিস্তৃত? উত্তর : গলবিল ১৯। শ^সনতন্ত্রে ভোকাল কর্ড কোথায় অবস্থিত? উত্তর : স্বরযন্ত্র ২০। মানুষের ডান ফুসফুস কয়টি অংশে বিভক্ত? উত্তর : ৩টি ২১। মধ্যচ্ছেদা কী? উত্তর : বক্ষগহ্বর ও উদরগহ্বর পৃথককারী পর্দা ২২। স্বরযন্ত্রের কয়টি পেশি থাকে? উত্তর : ২টি ২৩। মধ্যচ্ছদা প্রসারিত হলে ফুসফুসের বায়ুচাপের কী পরিবর্তন ঘটে? উত্তর : চাপ কমে ২৪। ডান ও বাম ফুসফুসের মোট কয়টি খন্ড আছে? উত্তর : ৫টি ২৫। ফুসফুসের ডান ও বাম শাখাকে কী বলে? উত্তর : ব্রংকাই ২৬। ব্রংকাই দুটি অসংখ্য শাখা-প্রশাখায় বিবক্ত হওয়াকে কী বলে? উত্তর : ব্রংকিওল ২৭। মানুষের ফুসফুস কয়টি? উত্তর : ২টি ২৮। ফুসফুসের রং কেমন? উত্তর : হালকা লালচে ২৯। ডান ফুসফুস কয়টি খন্ডে বিভক্ত? উত্তর : ৩টি ৩০। বাম ফুসফুস কয়টি খন্ডে বিভক্ত? উত্তর : ২টি
×