ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ ১২ উপকমিটি গঠন করেছে ॥ কাদের

প্রকাশিত: ১১:০৯, ১৯ সেপ্টেম্বর ২০১৯

আওয়ামী লীগ ১২ উপকমিটি গঠন করেছে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে বারোটি উপ-কমিটি গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই মেয়াদোত্তীর্ণ সব ওয়ার্ড-ইউনিয়নসহ জেলা-উপজেলার কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে চলতি মাসের ২১ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দলের কেন্দ্রীয় ৮টি টিম সারাদেশে সাংগঠনিক সফরে যাবেন। তৃণমূলকে জাতীয় সম্মেলনের জন্য প্রস্তুত করবে এসব টিম। বুধবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকম-লীর সভা শেষে সংবাদ সম্মেলনে দলের এসব সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছাত্রলীগ সম্পর্কে প্রশ্ন উঠলেই অসন্তোষ প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্রলীগ নিয়ে আমি একটা কথাও বলব না। প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়টা দেখছেন। দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে তিনি তার নির্দেশনা দিচ্ছেন। কাজেই এই বিষয়টি নিয়ে আমি কেন বারবার কথা বলব? আর অভিযোগ উঠা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনকেই অব্যাহতি দেয়া হয়েছে। ডিসিপ্লিনারি এ্যাকশন নেয়া হয়েছে। বৈঠক সূত্র জানায়, ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত খসড়া কমিটিগুলোর মধ্যে রয়েছেÑ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সদস্য সচিব ওবায়দুল কাদের, অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম; সদস্য সচিব ডাঃ দীপু মনি, অর্থ উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফরউল্লাহ; সদস্য সচিব এইচএন আশিকুর রহমান, ঘোষণাপত্র উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম; সদস্য সচিব ড. আব্দুর রহমান, দফতর উপ-কমিটির আহ্বায়ক পীযুষ ভট্টাচার্য; সদস্য সচিব ড. আব্দুস সোবহান গোলাপ, মঞ্চ ও সাজসজ্জা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানক; সদস্য সচিব মির্জা আজম, প্রচার ও প্রকাশনা কমিটির আহ্বায়ক এইচটি ইমাম; সদস্য সচিব ড. হাছান মাহমুদ, শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ; সদস্য সচিব আফম বাহাউদ্দিন নাছিম, গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক; সদস্য সচিব আফজাল হোসেন, স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন; সদস্য সচিব ডাঃ রোকেয়া সুলতানা, সংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক আতাউর রহমান; সদস্য সচিব অসীম কুমার উকিল, খাদ্য উপ-কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। সূত্রটি জানায়, শুধু সম্মেলন প্রস্তুত কমিটি ছাড়া বাকি কমিটিগুলো খসড়া। খসড়া এই উপ-কমিটির তালিকা দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে দেয়া হবে। তিনি সেখানে পরিবর্তন ও পরিবর্ধন করতে পারেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মিজবাহ উদ্দিন সিরাজ, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, এবিএম রিয়াজুল কবির কাওছার, আমিরুল আলম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
×