ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ভূমি জটিলতা দূর করতে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন’

প্রকাশিত: ১১:০৯, ১৯ সেপ্টেম্বর ২০১৯

‘ভূমি জটিলতা দূর করতে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন’

বিশেষ প্রতিনিধি ॥ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমিসংক্রান্ত জটিলতা দূর করতে আইনের পরিবর্তন ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। তবে তা রাতারাতি হবে না। এই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। তিনি বলেন, ভূমি জরিপের কাজে যুক্তরাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে বলে ভূমি অফিসগুলো ডিজিটাইজেশনে জোর দেয়া হয়েছে। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) প্রকাশিত ‘বাংলাদেশ ল্যান্ড স্ট্যাটাস রিপোর্ট ২০১৭’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভূমিসংক্রান্ত জটিলতা দূর করতে প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, আসলে সিস্টেমটা যতক্ষণ না বদলাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জটিলতা দূর হবে না। এ জন্য ভূমি মন্ত্রণালয় এটির ওপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। গ্রন্থের সম্পাদক অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, ভূমি সুশাসনের অভাবে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ কৃষক, কৃষি প্রতিবেশ এবং মানবাধিকার। খানার মধ্যে ভূমিহীন খানাগুলোর ক্ষেত্রে খাসজমি বন্দোবস্ত নীতিমালায় শর্তারোপ করা হয়েছে যে, সক্ষম পুত্র ছাড়া তারা খাসজমি পাবে না। এই বৈষম্যমূলক শর্তটি প্রত্যাহারের জন্য তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
×