ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলন ছাত্রদল ও বামদের মারামারি

প্রকাশিত: ১১:০৯, ১৯ সেপ্টেম্বর ২০১৯

ঢাবিতে ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলন ছাত্রদল ও বামদের মারামারি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন কার্যালয়ের সামনে ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলন, ছাত্রদল ও বাম সংগঠনগুলোর মারামারির ঘটনা ঘটেছে। দুই সহকারী প্রক্টরের উপস্থিতিতেও এই মারপিটের ঘটনায় একজন আহত হয়েছে। বুধবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে ছাত্রলীগের কয়েকজন প্রতিনিধি চার দফা দাবি নিয়ে অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলামকে স্মারকলিপি দেয়ার সময় বাকিরা ডিন কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী আন্দোলনকারীরা ঘেরাও করার চেষ্টা করলে দু’পক্ষ মুখোমুখি হওয়াতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষই মারামারিতে জড়ায়। নিয়ম অনুসরণ না করে ছাত্রলীগ নেতাদের বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একটি সান্ধ্যকালীন কোর্সে ভর্তি করিয়ে ডাকসু নির্বাচনে অংশ নিতে সহায়তা করার প্রতিবাদে ‘দুর্নীতি ও জালিয়তির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে ছাত্রদল, কোটা সংস্কার আন্দোলন ও বাম সংগঠনগুলো দুপুরে অনুষদের ডিনের কার্যালয় ঘেরাও করতে যান। ডিন কার্যালয়ে আগে থেকেই ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে সান্ধ্যকালীন কোর্সে ভর্তিতে ঢাবি শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ সুবিধা’ চালুসহ চার দফা দাবিতে স্মারকলিপি দিতে যান প্রায় শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী। ঢাবির জগন্নাথ হল, সূর্যসেন হল, মুহসীন হল, জসিমউদ্দীন হল, বিজয় একাত্তর হল ও স্যার এ এফ রহমান হলের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিল। আহত শিক্ষার্থী আসিফ মাহমুদ ভাষা বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি চোখের নিচে আঘাত পেলে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে সহকারী প্রক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া ও সীমা ইসলাম সহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বলেন, আমরা ডিনের কার্যালয় ঘেরাও করতে গিয়েছিলাম। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করার প্রস্তুতি নিয়ে রেখেছিল। তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলার সঙ্গে জড়িতরা সাদ্দামের অনুসারী।
×