ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মানুষ-পোষ্য সবাই অন্ধ!

প্রকাশিত: ১১:১৭, ১৯ সেপ্টেম্বর ২০১৯

মানুষ-পোষ্য সবাই অন্ধ!

মেক্সিকোর ঘন অরণ্যের গ্রাম টিলটেপেক। সেখানে থাকেন জাপোটেক জাতির তিন শ’ মানুষ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে, ওই গ্রামের প্রতিটি মানুষ দৃষ্টিহীন। শুধু তাই নয়, দৃষ্টিহীন গ্রামের পোষা প্রাণীরাও! সেখানে রয়েছে লাবজুয়েলা নামে একটি গাছ। গ্রামবাসীরা সেই গাছকে অভিশপ্ত মনে করে। তাদের বিশ্বাস, তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয় ওই লাবজুয়েলা গাছই। এমনও দাবি করা হয়, ওই গ্রামে যেসব বাচ্চা জন্মায় শুরুতে আর পাঁচটা নবজাতকের মতোই তারা সুস্থ-সবল হয়। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই তারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। কেন ওই গ্রামের মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন তা নিয়ে স্থানীয় প্রশাসন ও বিজ্ঞানীরা তদন্ত শুরু করেন। লাবজুয়েলা গাছের যে গল্প গ্রামজুড়ে ছড়িয়েছে তা নিয়েও তদন্ত করেন তারা। -আল এ্যারাবিয়া
×