ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় বিদ্যুত বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে হিফাব ও ইসিবিএলের মধ্যে চুক্তি সই

প্রকাশিত: ১১:৩৭, ১৯ সেপ্টেম্বর ২০১৯

ঢাকায় বিদ্যুত বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে হিফাব ও ইসিবিএলের মধ্যে চুক্তি সই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাতিরঝিল প্রকল্পের প্রায় পুরোটিই জুড়ে বিদ্যুতের বড় বড় টাওয়ার। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ওইসব টাওয়ার নিঃসন্দেহে হাতিরঝিলের নান্দনিকতাকে বিনষ্ট করছে। এদিকে শহরের বিতরণ লাইনে ঝুলে থাকা বিদ্যুতের তারে শ্রী হারিয়েছে নগরের সৌন্দর্য। ডিপিডিসি বলছে হাতিরঝিলের টাওয়ার যেমন সরে যাবে। ঠিক তেমন নগরে রাস্তার পাশে আর কোন বিতরণ লাইন দেখা যাবে না। তবে এই প্রক্রিয়া শুরু হবে ধানমা-ি এলাকা দিয়ে। ঢাকার বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ডিপিডিসির পক্ষে ফিনল্যান্ডের হিফাব এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স এ্যান্ড কনসালটেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে এসব কথা জানানো হয়েছে। চীনের এক্সিম ব্যাংকের ঋণ সহায়তায় ২০ হাজার কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে ডিপিডিসি। বুধবার বিদ্যুত ভবনে ডিপিডিসি এবং পরামর্শক প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়। ফিনল্যান্ডের হিফাব এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স এ্যান্ড কনসালটেন্ট বাংলাদেশ লিমিটেড (ইসিবিএল) যৗথভাবে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে আছে। চুক্তিতে ডিপিডিপির পক্ষে কোম্পানি সচিব আসাদুজ্জামান এবং পরামর্শক কোম্পানির পক্ষে নাথালি ট্রানাফেল্ড সই করেন। প্রকল্পে ১৪টি ১৩২/৩৩/১১ কেভি এবং ২৬টি ৩৩/১১ কেভি সাবস্টেশন নির্মাণ, ভূগর্ভস্থ লাইন করা, একটি ম্যাকানাইজড ওয়্যারহাউস নির্মাণ করা, কাটাবনে একটি হাওয়ার হাউস (স্ক্যাডা কমপ্লেক্স) নির্মাণ করার পাশাপাশি কয়েকটি বড় আধুনিক ভবন নির্মাণ করবে ডিপিডিসি। প্রকল্পের কাজের সঠিক তদারকি করবে পরামর্শক প্রতিষ্ঠানটি। এজন্য তাদের ৯৭ কোটি টাকা দেয়া হবে। অনুষ্ঠানে বিদ্যুত জ্বালানি খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ঢাকার নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করতে দিতে প্রকল্পটি সহায়তা করবে। এই প্রকল্পের জন্য পরামর্শক নিয়োগ একটা বড় বিষয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার চেহারা বদলে যাবে। যেহেতু দুই দেশের সরকারের অধীনে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। তিনি বিতরণ ব্যবস্থার আধুনিকায়নে ডিপিডিসিকে বিশেষ উদ্যোগ নেয়ার নির্দেশ দেন।
×