ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে টি২০তেও রশীদ ঝলক?

প্রকাশিত: ১১:৫২, ১৯ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রামে টি২০তেও রশীদ ঝলক?

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের মাটিতে এক টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি২০ ম্যাচ খেলেছেন আফগানিস্তান স্পিনার রশীদ খান। টেস্ট ছাড়া আর কোন ফরমেটেই চট্টগ্রামে খেলেননি তিনি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবার টি২০ খেলতে নামবেন। শুক্রবার জিম্বাবুইয়ের বিরুদ্ধে ত্রিদেশীয় টি২০ সিরিজের ম্যাচ খেলতে নামবেন। তাহলে কী চট্টগ্রামে টি২০তেও রশিদ জাদু দেখার মিলবে? বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টেই রশীদ খান দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশে এবার সবকিছু জয় করতেই এসেছেন। টেস্টে একাই দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে বাংলাদেশকে কাত করেছেন। একাই সাকিব, মুশফিকদের যেভাবে ধসে দিয়েছেন তাতে আফগানরা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট জিতে নিয়েছে। ম্যাচের নায়কও হয়েছেন। এবার চট্টগ্রামে টি২০তে প্রতিপক্ষকে কাত করার পালা। রশীদের প্রিয় ফরমেট টি২০। এই ফরমেটে তিনি বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন। বিশ্বব্যাপী লীগগুলোও খেলে বেড়ান। তিনি প্রথমবারের মতো টেস্টে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন। আবার টি২০তে নেতৃত্ব দিয়েও টানা দুই ম্যাচ জিতেন। এবার তৃতীয় ম্যাচে জয়ের অপেক্ষা। টি২০তে সেরা বোলার রশীদ। লেগস্পিনে তিনি এখন সেরা। তার ছোড়া গুগলি বিশ্বের সেরা ব্যাটসম্যানদেরও কাত করে। বিশ্বের সেরা ব্যাটসম্যানরাও তার ঘূর্ণির সামনে পড়ে হাবুডুবু খান। তিন ফরমেটেই আফগানিস্তানের সেরা বোলার এখন রশীদ। ওয়ানডেতে দ্রুত ১০০ উইকেট নেয়ার সঙ্গে টি২০তে সময়ের বিচারে দ্রুততম ৫০ উইকেট নেয়ার কৃতিত্বও তার। বাংলাদেশের মাটিতে খেলা হওয়ায় স্পিনটা উইকেটে ভাল ধরে। উপমহাদেশের উইকেট মানেই তো স্পিননির্ভর উইকেট। রশীদের তাতে অনেক লাভই হয়েছে। বাংলাদেশের মাটিতে এক টেস্ট খেলেই ৭ উইকেট নিয়েছেন। ৩ ওয়ানডে খেলে নিয়েছেন ৭ উইকেট। ৫টি২০ খেলে নিয়েছেন ৯ উইকেট। ত্রিদেশীয় টি২০ সিরিজে দুই ম্যাচে ২টি করে উইকেট নিয়ে চার উইকেট শিকার করেছেন। বাংলাদেশ কিংবা জিম্বাবুইয়ের বিরুদ্ধে এর আগে বাংলাদেশের মাটিতে টি২০ খেলা হয়নি রশীদের। এবার একটি করে ম্যাচ খেলা হয়ে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দেরাদুনে ৩ ম্যাচ খেলেই ৮ উইকেট তুলে নিয়েছিলেন রশীদ। তিন ম্যাচেই জিতেছিল আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজে সেরা ক্রিকেটারও হয়েছিলেন রশীদ। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে একটি টি২০ ম্যাচ খেলে জয় তুলে নেয় রশীদের আফগানিস্তান। জিম্বাবুইয়ের বিরুদ্ধে এর আগে ৭ ম্যাচে ১৪ উইকেট নেন রশীদ। টি২০তে বাংলাদেশের মাটিতে জিম্বাবুইয়ের বিরুদ্ধে প্রথমবার খেলেও বাজিমাত করেন। ২ উইকেট নেন। দলও জিতে। ৪০ টি২০ ম্যাচে ৭৯ উইকেট নেয়া রশীদ দুর্দান্ত। আফগানিস্তান আট টি২০ ম্যাচের আটটিতেই জিম্বাবুইয়ের বিরুদ্ধে জিতেছে। রশীদ মানেই তো এখন স্পিন জাদু। সেই জাদু প্রতিপক্ষকে দিনের পর দিন কাতও করছে। রশীদও জাদু দেখিয়েই চলেছেন। ঢাকাপর্বে রশীদ দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। এবার চট্টগ্রাম পর্বে তার ঝলক দেখানোর পালা। টি২০তে রশীদ এখন আকর্ষণের শীর্ষে রয়েছেন। বিশ্বের সব টি২০ লীগেই তার চাহিদা আকাশচুম্বী। চড়ামূল্য তো সঙ্গে আছেই। বিশ্ব টি২০ লীগগুলোতে রশীদের যে চাহিদা, সাকিব আল হাসানেরও তা নেই। সর্বশেষ সানরাইজার্স হায়দরাবাদে সাকিব যেখানে ৩টি ম্যাচ খেলেছেন, সেখানে রশীদ প্রতিটি ম্যাচে খেলেছেন। সাকিবের চেয়ে ৭ কোটি টাকা বেশিতে রশীদকে দলভুক্ত করেছে হায়দরাবাদ। রশীদের যে কি আকর্ষণ তাতেই বোঝা যাচ্ছে। আকর্ষণ থাকাটাই স্বাভাবিক। এমন লেগস্পিনার, গুগলিতে ব্যাটসম্যানদের ধসে দেয়া বোলার যে বিশ্ব ক্রিকেটে খুবই কম। রিস্ট স্পিনার বলে কথা। ব্যাটসম্যানরা সবসময় থাকে দ্বিধায়, কখন যে কি বোলিং হয়। ঘূর্ণির সঙ্গে যে গতি আছে রশীদের বোলিংয়ে তাই এগিয়ে রাখে এ স্পিনারকে। চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজেকে অসম্ভব উচ্চতায় নিয়ে গেছেন। আফগানিস্তানের মতো একটা যুদ্ধবিদ্ধস্ত দলের হয়ে যে সুনাম কামিয়েছেন রশীদ তা আফগানিস্তানের কেউই করে দেখাতে পারেননি। আফগানিস্তানের তারকা বলতে শুধু রশীদকেই চিনে সবাই। প্রথমবার চট্টগ্রামে খেলতে নেমেও কী স্পিন জাদু দেখাবেন রশীদ?
×