ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্মিথের ব্যাটিং কুৎসিত!

প্রকাশিত: ১১:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০১৯

স্মিথের ব্যাটিং কুৎসিত!

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলি না স্টিভেন স্মিথ, কে সেরা? ক্রিকেটবিশ্বে এখন কমন প্রশ্ন এটি। একেকজন একেক রকম বক্তব্য রাখছেন। কারও পছন্দ স্মিথ, কারও বা কোহলি। তবে কোহলিকে ভাল লাগার কথা বলতে গিয়ে স্মিথের ব্যাটিংকে ‘কুৎসিত’ বলে উল্লেখ করলেন সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা জন্টি রোডস, ‘আমি কোহলির ব্যাটিং দেখতে পছন্দ করি। কিন্তু স্মিথ, ও যেভাবে ব্যাট করে, ওর ব্যাটিংয়ের ধরন আর এ্যাকশনটা একটু কেমন জানি। ফলে ওর সেঞ্চুরিগুলোও অনেক কুৎসিত হয়। ওর চেয়ে কুৎসিতভাবে সেঞ্চুরি করতে আমি আর কাউকে দেখিনি। কিন্তু বাস্তবতা হচ্ছে ও এভাবেই রানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছে।’ সদ্য শেষ হওয়া এ্যাশেজে চার টেস্ট খেলে এক ডাবল সেঞ্চুরি ও দুই সেঞ্চুরিসহ ৭৭৪ রান করেছেন স্মিথ। তিন ইনিংসে আউট হয়েছেন যথাক্রমে ৯২, ৯২ ও ৮০ রান করে। গড়টাও তার ‘ব্র্যাডম্যানীয়’র ১১০.৫৭। অসাধারণ এই ব্যাটিং পারফর্মেন্সের পুরস্কারটা পেয়েছেন হাতেহাতেই। টেস্ট র?্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান হয়েছেন তিনি কোহলিকে সরিয়ে। স্মিথ একাই যেন এ্যাশেজটা ইংল্যান্ডের হতে দেননি। তবে এতকিছু করার পরও রোডসের মন জয় করতে পারেননি স্মিথ, ‘যারা ক্রিকেট দেখতে পছন্দ করে, তারা ‘বাহ, কি সুন্দর শট’ বলতে চায়, তারা ‘এহ্?! কিভাবে এই শটটা ও মারতে পারল!’ এটা বলতে চায় না। তাই আমার কাছে বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলিই, স্মিথ নয়।’ আর সাবেক ভারতীয় গ্রেট সৌরভ গাঙ্গুলী দু’জনের মধ্যে তুলনায় যেতে চান না, ‘স্মিথ ও কোহলির মধ্যে কোন তুলনা করতে চাই না। কে এগিয়ে, কে পিছিয়ে তাতে কী যায় আসে? পারফর্মেন্সই আসল। এই মুহূর্তে বিরাট বিশ্বের সেরা ব্যাটসম্যান।
×