ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোলরক্ষকের দক্ষতায় হার এড়াল বার্সিলোনা

প্রকাশিত: ১১:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০১৯

গোলরক্ষকের দক্ষতায় হার এড়াল বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ চোট কাটিয়ে প্রথমবারের মতো নতুন মৌসুমে মাঠে নেমেছেন লিওনেল মেসি। তবে দলে ফিরলেও কাতালানদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লীগে ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে কোনরকমে গোলশূন্য ড্র করেছে বার্সা। সিগনাল ইদুনা পার্কে মেসি, আনসুরা হার এড়িয়েছেন মূলত গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানের অসাধারণ নৈপুণ্যে। ইন্টার মিলান ও স্লাভিয়া প্রাগের মধ্যকার গ্রুপের আরেক ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গত মৌসুমে সেমিফাইনালে খেলা ডাচ ক্লাব আয়াক্স দুর্দান্ত শুরু করেছে। ‘এইচ’ গ্রুপের ম্যাচে ফরাসী ক্লাব লিলেকে ৩-০ গোলে হারিয়েছে হল্যান্ডের ক্লাব। লন্ডনের স্টামফোর্ড ব্রিজে গ্রুপের আরেক ম্যাচে অতিথি স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরেছে স্বাগতিক ইংলিশ ক্লাব চেলসি। ম্যাচের ৭৪ মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার রডরিগো মোরেনো। বরুশিয়ার বিরুদ্ধে মাঠে নেমে বার্সার হয়ে আরও একটি রেকর্ড গড়েছেন আনসু ফাটি। ১৬ বছর ৩২২ দিনে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে কাতালানদের হয়ে ইউরোপিয়ান আসরে অভিষেক হয়েছে তরুণ এই ফুটবলারের। এর আগে রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগার অভিষেকে ১৬ বছর ২৯৮ দিন বয়সে বার্সিলোনার ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল। আর পরের ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে গোল ১৬ বছর ৩০৪ দিন বয়সে কাতালানদের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে গেছেন। চ্যাম্পিয়ন্স লীগে অভিষেক ম্যাচে অবশ্য আলো ছড়াতে পারেননি গিনির এই ফুটবলার। ম্যাচের ৫৯ মিনিটে তাকে তুলেই লিওনেল মেসিকে প্রথমবারের মতো মাঠে নামান বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বার্সাকে চেপে ধরে বরুশিয়া। বিরতির ঠিক আগে জার্মান স্ট্রাইকার মার্কো রিউসের প্রচেষ্টা রুখে দেন বার্সার জার্মান গোলরক্ষক স্টেগান। এছাড়া জাডোন সানচোর জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে যায়। বিরতির পরও স্বাগতিকদের আক্রমণাত্মক কৌশল বজায় ছিল। ৫৭ মিনিটে বক্সের ভেতর সানচোকে ফাউল করে বসেন নেলসন সেমেডো। এরপর অধিনায়ক রিউসের নেয়া পেনাল্টি শট বামদিকে ঝাঁপিয়ে বার্সাকে রক্ষা করেন স্টেগান। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লীগে মুখোমুখি হওয়া ৬টি পেনাল্টি শটের চারটিই রক্ষা করার কৃতিত্ব দেখালেন তিনি। শুধু পেনাল্টির সুযোগই না আরও কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করে রিউস স্বাগতিক সমর্থকদের কাছে খলনায়ক বনে গেছেন। সঙ্গত কারণেই কোনরকমে বেঁচে যাওয়া এই ম্যাচের পুরো কৃতিত্বই গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানকে দিয়েছেন বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে। তিনি বলেন, বার্সা বাজে একটি মুহূর্ত থেকে কোনরকমে বেঁচে গেছে, এ জন্য মূলত টার স্টেগান ধন্যবাদ পাওয়ার দাবিদার। রিউসের পেনাল্টি শট রুখে নিজের ক্লাব দলকে বাঁচালেও জাতীয় দলের সতীর্থ রিউসের প্রশংসা করেছেন স্টেগান। তিনি বলেন, রিউস দারুণ খেলেছে। সত্যিকার অর্থেই সে আমাদের ম্যাচটা কঠিন করে তুলেছিল। শেষ পর্যন্ত যা হয়েছে তাতে আমি মনে করি ফলাফলটা আমাদের পক্ষেই গিয়েছে। অন্যদিকে হতাশ রিউস বলেন, আমরা চার থেকে পাঁচটি ভাল সুযোগ পেয়েছি। এর মধ্যে অন্তত একটি কাজে লাগাতে পারলে আমরা জয় নিয়ে মাঠ ছাড়তাম। ড্রয়ের পর আমরা সবাই বলেছি নকআউট পর্বে যাওয়াই এখন মূল লক্ষ্য। আমস্টারডামে লিলের বিরুদ্ধে আয়াক্সের হয়ে গোল করেন কুইন্সি প্রমেস, এডসন আলভারেজ ও নিকোলাস টাগলিয়াফিসো। এই ম্যাচটি শুরুর আগে হাঙ্গামায় জড়িয়ে সফরকারী লিলের প্রায় ৩০০ সমর্থক আটক হয়েছে। ম্যাচটি শুরুর ঘণ্টাখানেক আগে খেলার ভেন্যু ইয়োহান ক্রুইফ এ্যারানার কাছেই আটক হয় লিলে সমর্থকরা। জানা যায়, মেট্রো লাইনের ওপর দিয়ে পায়ে হেঁটে চলার অপরাধে তাদের আটক করা হয়েছে। সফরকারী সমর্থকদের লক্ষ্য ছিল রেল চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ম্যাচ অফিসিয়ালদের মাঠে যাওয়াকে বিলম্বিত করা।
×