ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ জয়ী কোচ বেইলিস এখন কী করবেন?

প্রকাশিত: ১১:৫৬, ১৯ সেপ্টেম্বর ২০১৯

বিশ্বকাপ জয়ী কোচ বেইলিস এখন কী করবেন?

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের মধ্যপথেই ট্রেভর বেইলিস জানিয়েছিলেন, ইংল্যান্ড ট্রফি জিতলেও কোচের পদে থাকবেন না তিনি। অনেকে ভেবেছিলেন, ইতিহাসগড়া সাফল্যের পর হয়তো মত বদলাবেন। চাইলেই ইংলিশদের সঙ্গে মেয়াদ বাড়াতে পারতেন, কিন্তু রাজি হননি। ৫৬ বছর বয়সী বেইলিস জানিয়েছেন এখন আর কোন জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে চান না। কাজ করবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তবে জন্মভূমি অস্ট্রেলিয়া থেকে ডাক আসলে সেটি হবে ব্যতিক্রম, ‘আমি আগেও বলেছি, একমাত্র পূর্ণমেয়াদী দায়িত্ব নিতে পারি একটি প্রস্তাব পেলে। তবে আমার মনে হয়, সেখানে এখন একজন ভাল কোচ আছেন। জাস্টিন (ল্যাঙ্গার) দারুণ কাজ করছেন। বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান কোচ উঠে আসছেন।’ তারপরও দেশের জন্য সবসময়ই দরজাটা খোলা রাখবেন বলে জানালেন বেইলিস। তার ভাষায়, ‘আমি আইপিএলে চুক্তিবদ্ধ হয়েছি। তবে অস্ট্রেলিয়ার কেউ যদি কোন কিছুতে যুক্ত হতে বলেন, তবে তারা যা ভাবছেন তারচেয়েও বেশি খুশি হব আমি। যদি আমি সেখানে অবদান রাখতে পারি, দারুণ হবে। আর যদি সেটা না-ও হয়, তবু অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের ছেলেদের খেলতে দেখাটা উপভোগ করে যাব।’ ক্রিকইনফোকে দেয়া বিশাল এক সাক্ষাতকারে প্রতিটি দেশের ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে স্পোর্টিং উইকেটের কথাও বলেছেন আলোচিত এই কোচ।
×