ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আরও এক রোহিঙ্গা ছাত্রীর ছাত্রত্ব বাদ

প্রকাশিত: ০৫:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০১৯

  আরও এক রোহিঙ্গা ছাত্রীর ছাত্রত্ব বাদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পরিচয় গোপন করে শহরের পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত এক রোহিঙ্গা ছাত্রীর ছাত্রত্ব বাতিল করেছে পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ছাত্রী আলোচিত রোহিঙ্গা তরুণী রহিমা আক্তার খুশি প্রকাশ রাহী খুশির ছোট বোন। তাকে স্কুলে ভর্তিতে এক কৃষকলীগ নেতা সহযোগিতা করেছেন বলে জানা গেছে। স্কুল কর্তৃপক্ষ নিয়ম অনুসারে রোহিঙ্গা ছাত্রীর নাম রেজিষ্টার থেকে বাদ দেয়ার খবর ছড়িয়ে পড়লে জেলার সচেতন মহল স্কুল কতৃপক্ষের পদক্ষেপের জন্য সাধুবাদ জানিয়েছেন। রোহিঙ্গা ছাত্রীর অবৈধ ভর্তি বাণিজ্যে সহায়তা কারী সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান। অবৈধ অর্থ হাতিয়ে নিতে এক সাবেক চেয়ারম্যান সেই রোহিঙ্গা ছাত্রীর পক্ষ নিয়ে তদরিব করছে বলে জানা গেছে। সূত্র জানায়, কক্সবাজার পৌরসভা পরিচালিত পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে ভর্তি হয়েছিল সেলিনা আক্তার নামের এক রোহিঙ্গার কন্যা। সেই ছাত্রী বর্তমানে নবম শ্রেণীতে অধ্যায়নরত। তবে বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা শিক্ষার্থী নিয়ে আলোচনা চলে সর্বত্র। এতে প্রায় শিক্ষা প্রতিষ্টানের প্রধানরা সতর্ক হয়। খোঁজ খবর নিয়ে এবং প্রয়োজনীয় কাগজ পত্র যাচাই বাছাই করে দেখা গেছে সেই ছাত্রী প্রকৃত পক্ষে একজন রোহিঙ্গা। স্কুলে জমা দেয়া কাগজ পত্রে দেখা গেছে সেলিনা আক্তারের পিতা নাম আবদুল আজিজ মাতা মিনারা বেগম। সে কুতুপালং ৯নং ওয়ার্ডের জন্ম নিবন্ধন দাখিল করেছে। যেখানে তার জন্ম নিবন্ধন নাম্বার ১৯৯৪২২১৯৫৬৭৮০৩৫৭০ এবং বালুখালী দাখিল মাদ্রাসা থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পিএসসি পাস করে। এবং তাকে ৬ষ্ট শ্রেণীর ছাত্রী হিসাবে সনদ দিয়েছে বালুখালী মাদ্রাসা সুপার মৌলানা আবদুস সালাম। সে হিসাবে ২০১৭ সালে পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে ভর্তি হয়েছে। ওইসময় রোহিঙ্গা মেয়েটির পক্ষে ফরম সংগ্রহ করে এবং ভর্তি বিষয়ে যাবতীয় কাজ সম্পন্ন করে দেন শহরের লিংক রোডস্থ এক কৃষকলীগ নেতা। মেয়েটির পিতার ভোটার আইডি কার্ডটি চট্টগ্রাম শুলক বহর আলী মাঝির পাড়া থেকে ইস্যুকৃত। তার বাবা পরিচয় দানকারীও একজন রোহিঙ্গা। পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম বলেন, রোহিঙ্গা হিসাবে চিহ্নিত হওয়ায় মেয়রের নির্দেশে সেলিনা আক্তারের ছাত্রত্ব স্থগীত করে ১১ সেপ্টেম্বর তাকে চিঠি দেয়া হয়েছে।
×