ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ কাপ আরচারিতে রোমান সানা বাছাইয়ে প্রথম

প্রকাশিত: ০৭:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০১৯

 বাংলাদেশ কাপ আরচারিতে রোমান সানা বাছাইয়ে প্রথম

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে টঙ্গিস্থ আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে শুরু হয়েছে ‘মধুমতি ব্যাংক বাংলাদেশ কাপ আরচারি, স্টেজ-৩’। উদ্বোধনী দিনে কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ এককে রোমান সানা (বাংলাদেশ আনসার) ৬৮৫ স্কোর করে ১ম, হাকিম আহমেদ রুবেল (বিকেএসপি) ৬৫৯ স্কোর করে ২য় এবং তামিমুল ইসলাম (বিকেএসপি) ৬৪৭ স্কোর করে ৩য় হন। রিকার্ভ মহিলা এককে ইতি খাতুন (তীরন্দাজ সংসদ) ৬৩২ স্কোর করে ১ম, মেহনাজ আক্তার মনিরা (ঢাকা আর্মি আরচারি ক্লাব) ৬৩১ স্কোর করে ২য় এবং বিউটি রায় (তীরন্দাজ সংসদ) ৬২৬ স্কোর করে ৩য় হন। কম্পাউন্ড পুরুষ এককে সোহেল রানা (ঢাকা আর্মি আরচারি ক্লাব) ৬৮৯ স্কোর করে ১ম, অসীম কুমার দাস (তীরন্দাজ সংসদ) ৬৮৯ স্কোর করে ২য়, সিয়াম সিদ্দিকী (তীরন্দাজ সংসদ) ৬৮৩ স্কোর করে ৩য় হন। কম্পাউন্ড মহিলা এককে বন্যা আক্তার (বাংলাদেশ আনসার) ৬৮১ স্কোর করে ১ম, সুস্মিতা বণিক (ঢাকা আর্মি আরচারি ক্লাব) ৬৮০ স্কোর করে ২য়, শ্যামলী রায় (বাংলাদেশ আনসার) ৬৭৭ স্কোর করে ৩য় হন। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বিকেএসপি ১৯৫৩ স্কোর করে ১ম, বাংলাদেশ আনসার ১৮৯৬ স্কোর করে ২য়, ঢাকা আর্মি আরচারি ক্লাব ১৮৭২ স্কোর করে ৩য় হয়। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাব ১৭৯২ স্কোর করে ১ম, বিকেএসপি ১৭২৭ স্কোর করে ২য় এবং বাংলাদেশ আনসার ১৬০৩ স্কোর করে ৩য় হয়। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাব ১২৬০ স্কোর করে ১ম, তীরন্দাজ সংসদ ১২৫৯ স্কোর করে ২য় এবং বিকেএসপি ১২৫১ স্কোর করে ৩য় হয়। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে তীরন্দাজ সংসদ ২০৫৫ স্কোর করে ১ম, ঢাকা আর্মি আরচারি ক্লাব ২০৪৪ স্কোর করে ২য়, বিকেএসপি ২০১৮ স্কোর করে ৩য় হয়। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ আনসার ২০২১ স্কোর করে ১ম, ঢাকা আর্মি আরচারি ক্লাব ১৯৪৮ স্কোর করে ২য় এবং বিকেএসপি ১৮৫৪ স্কোর করে ৩য় হয়। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ঢাকা আর্মি আরচারি ক্লাব ১৩৬৯ স্কোর করে ১ম, বাংলাদেশ আনসার ১৩৬৩ স্কোর করে ২য়, তীরন্দাজ সংসদ ১৩৫২ স্কোর করে ৩য় হয়। আজ সকাল ১০টা থেকে ১০টি ইভেন্টের মেডেল ম্যাচ অনুষ্ঠিত হবে।
×