ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় মহিলা দাবায় রানী হামিদসহ ২৮ দাবাড়ুর শুভসূচনা

প্রকাশিত: ০৭:৫০, ১৯ সেপ্টেম্বর ২০১৯

 জাতীয় মহিলা দাবায় রানী হামিদসহ ২৮ দাবাড়ুর শুভসূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ ৫৭ দাবাড়ুর অংশগ্রহণে মার্সেল রেফ্রিজারেটর জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের খেলা বৃহস্পতিবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। প্রথম রাউন্ডের খেলা শেষে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, গতবারের রানারআপ মানিকগঞ্জের ফিদেমাস্টার নাজরানা খান ইভা, গতবারের তৃতীয় এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিনসহ ২৮ দাবাড়ু স্ব স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছেন। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এবং গেমস ও ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন।
×