ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি

প্রকাশিত: ০৭:২৭, ২০ সেপ্টেম্বর ২০১৯

  বাংলাদেশ শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এএফসি অ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ’-এর চূড়ান্ত পর্বের খেলায় ইতোমধ্যেই বিদায়ঘণ্টা বেজে গেছে বাংলাদেশ দলের। তারপরও শনিবার তারা নিয়মরক্ষার ম্যাচে অবতীর্ণ হবে। থাইল্যান্ডের আইপিই চনবুরি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে বেলা ৩টায় শুরু হওয়া ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে টিম হোটেলের সামনে হাল্কা স্ট্রেচিং ও বলের ওপর কাজ করে নিজেদের শেষবারের ঝালিয়ে নিয়েছে মারিয়ারা। এই আসরে ২০১৭ সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই যা একটু ভাল খেলে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। ৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দুভার্গ্যজনকভাবে হেরে গিয়েছিল ৩-২ গোলে! এ প্রসঙ্গে কোচ গোলাম রব্বানী ছোটনের ভাষ্য, ‘আগের পরিসংখ্যান মনে করে লাভ নেই। দুই বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এখন নতুন ম্যাচ, সব কিছ্ইু নতুন।’ বাংলাদেশের জন্য ম্যাচটি নিয়মরক্ষার হলেও এটা অস্ট্রেলিয়ার জন্য গ্রুপসেরা ও রানার্সআপ হওয়ার লড়াই। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। জাপানেরও চার। গোল ব্যবধানে জাপান এগিয়ে। জাপান কাল স্বাগতিক থাইল্যান্ডকে ও অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারালে দুই দলেরই পয়েন্ট সমান সাত হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে গ্রুপসেরা নির্ধারণ হবে। কাজেই অস্ট্রেলিয়া চাইবে বাংলাদেশকে যত বেশি সম্ভব গোল দিতে। ‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে পয়েন্ট পাওয়া অবশ্যই কঠিন। তবে শেষটা আমরা ভালভাবে করতে চাই।’ ছোটনের অভিমত। আগের ম্যাচে জাপানের বিরুদ্ধে ০-৯ গোলে হারের পর বাংলাদেশের খেলোয়াড়রা মানসিকভাবে বেশ বিপর্যস্ত। দলের কোচিং স্টাফ তাদের মানসিকভাবে চাঙ্গা করতে চেষ্টা করেছেন। সেই চেষ্টা কতটা সফল, তা জানা যাবে আজকের ম্যাচের পর। গত দুই ম্যাচে একই একাদশ খেললেও তৃতীয় ম্যাচে পরিবর্তন আসবে স্পষ্টই জানালেন ছোটন। এই গ্রুপের একমাত্র মহিলা কোচ অস্ট্রেলিয়ান রায়দোয়ের। বাংলাদেশ ম্যাচ সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ দুই ম্যাচ হারলেও তাদের ভাল খেলার সামর্থ্য আছে। আমরা ভালমতো জিতে সেমিতে যেতে চাই।’
×