ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সূচিশিল্প প্রদর্শনী

প্রকাশিত: ০৭:৪৮, ২০ সেপ্টেম্বর ২০১৯

  শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সূচিশিল্প প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় বর্ষপূর্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিানর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উলক্ষ্যে সূচিশিল্প প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে হাসুমণির পাঠশালা। প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের ছবি প্রদর্শীত হবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখহাসিনাসহ দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের ছবিও স্থান পাবে । এসব ছবি সূচিশৈলীতে ফুটিয়ে তুলেছেন শিল্পী ইলোরা পারভীন। আগামীকাল শনিবার সকাল ১০ টায় জাতীয় জাদুঘরের-নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিপ্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. আবব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি থাববেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধূরী ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যন অধ্যাপক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি। ১০ দিনব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
×