ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ধানমন্ডি ক্লাব সিলগালা করে দিল র‌্যাব

প্রকাশিত: ১২:৪৬, ২১ সেপ্টেম্বর ২০১৯

 ধানমন্ডি ক্লাব সিলগালা করে দিল র‌্যাব

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেডের বারের গোডাউন খুলতে না পারায় ২৪ ঘণ্টার জন্য সেটি সিলগালা করে দিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে ধানমন্ডির ১২ নম্বর রোডের মেট্রো শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় অবস্থিত ধানমন্ডি ক্লাবে অভিযান শুরু করে র‌্যাব। এক ঘণ্টা অভিযান শেষে রাত সোয়া ১০টার দিকে বারটি সিলগালা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম। র‌্যাব ২-এর কোম্পানি কমান্ডার এসপি শাহাবুদ্দিন জানান, ধারাবাহিকভাবে আমরা ক্লাবে অভিযান চালাচ্ছি। ধানমন্ডি ক্লাবে বার রয়েছে। শুক্রবার বার বন্ধ থাকায় দুয়েকজন স্টাফ ছাড়া কেউ ছিল না। কর্মচারী না থাকায় তারা রেজিস্টার খাতার স্টক দেখাতে পারেনি। তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্লাবের লোকজনের কাছ থেকে স্টকের হিসেব নেব। রেজিস্ট্রার অনুযায়ী লিকারের স্টকের অসঙ্গতি থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বারের লিকারের গোডাউন বন্ধ থাকায় আমরা ভেতরে যেতে পারিনি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর ধানমন্ডি ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন কাজল। তিনি দুদকের আইনজীবী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী। যে দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা হয়েছে তারও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তিনি। এর আগে সন্ধ্যার দিকে অবৈধ জুয়া ও মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে রাজধানীর ঐতিহ্যবাহী কলাবাগান ক্রীড়াচক্রে হানা দিয়ে ক্লাবটির সভাপতি শফিকুল আলমসহ পাঁচজনকে আটক করে র‌্যাব-২। এতে হলুদ ইয়াবা ও গুলিভর্তি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
×