ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৫ মাদক মামলার আসামি অহালু গুলিবিদ্ধ অবস্থায় আটক

প্রকাশিত: ০৫:৩৭, ২১ সেপ্টেম্বর ২০১৯

  ৫ মাদক মামলার আসামি অহালু গুলিবিদ্ধ অবস্থায় আটক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাটের আদিতমারীতে ৫ মাদক মামলার আসামি আহালু (৪০) কে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের বিরানী রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা এলাকার আবুল হোসেনের ছেলে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদক পাচারকারী একটি চক্র ভারতীয় সীমান্ত থেকে মাদক নিয়ে ভেলাবাড়ী কালিরহাট ব্রীজের কাছে ফিরছে। এসব মাদক খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রাম হয়ে রংপুরের উদ্দেশে যাচ্ছিল। এমন খবরের ভিত্তিতে ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৫ মাদক মামলার আসামী আহালুকে আটক করে। এরপর তাকে নিয়ে সাপ্টিবাড়ী বিরানী রেলগেট এলাকায় মাদক অভিযান চালায় পুলিশ। এ সময় চক্রটি পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হামলা করলে পুলিশ আত্মরক্ষার্থে উল্টো গুলি ছোড়ে। এতে আহালু দুই পায়ে গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় তার কাছ থেকে একশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওসি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আহালুর বিরুদ্ধে থানায় ৫টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা হয়েছে।
×