ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ

প্রকাশিত: ০৭:০২, ২১ সেপ্টেম্বর ২০১৯

 টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’ বলা যায় এই ম্যাচটাকে। বাংলাদেশ-আফগানিস্তান, দুই দলেরই ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। চট্টগ্রামে আজ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের জন্য এই ম্যাচটি অনেকটাই মর্যাদা রক্ষার। আফগানিস্তানের বিপক্ষে আজ হারলে গ্রুপপর্বে এই প্রতিপক্ষকে হারাতে না পারার রেকর্ড নিয়েই ফাইনালে খেলতে হবে টাইগারদের। সেক্ষেত্রে শিরোপা জেতার ম্যাচে বাড়তি চাপে পড়ে যাবে সাকিব আল হাসানের দল। মুখোমুখি হওয়া প্রথম টি-টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ। এরপর থেকে আফগানিস্তানের বিপক্ষে হেরেই চলেছে তারা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে প্রাথমিক পর্বের সবশেষ ম্যাচে রশিদ খানদের বিপক্ষে পরাজয়ের বৃত্ত ভাঙতে প্রত্যয়ী সাকিব আল হাসানের দল। ফাইনালের পোশাকী মহড়ার ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
×