ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে ২৫৭ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৫, ২১ সেপ্টেম্বর ২০১৯

  মাদারীপুরে ২৫৭ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পের সদস্যরা কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম-এর নেতৃত্বে শুক্রবার রাত ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার মধ্য গাছবাড়িয়া এলাকা থেকে ২৫৭ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করেছে। শনিবার এক প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, সদর উপজেলার মধ্য গাছবাড়িয়া গ্রামের লুৎফর রহমান ওরফে লাল মিয়া মাতুব্বরের ছেলে মোঃ শহীদুল মাতুব্বর (৪৫) এর বসত বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এ সময় তার বসত ঘরের পাশে থাকা রান্না ঘরের ভিতর থেকে ২৫৭ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৫৪ হাজার ২‘শত টাকা। এসময় মোঃ শহীদুল মাতুব্বর পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। র্যাব আরো জানায়, পলাতক আসামী শহীদুল মাতুব্বর পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার সদর থানা এলাকায় বিদেশী বিয়ারসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত বিয়ার মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।
×