ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছিনতাইকারী ধরতে নদীতে ঝাঁপ নারীর, উদ্ধার করলেন ব্যাগ

প্রকাশিত: ১৩:০১, ২২ সেপ্টেম্বর ২০১৯

 ছিনতাইকারী ধরতে নদীতে ঝাঁপ নারীর, উদ্ধার করলেন ব্যাগ

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাট থেকে পটুয়াখালীগামী একটি লঞ্চে এক নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল ছিনতাইকারী। কিন্তু তা চেয়ে চেয়ে দেখবেন কেন সেই নারী? নিজের সন্তানকে লঞ্চে রেখেই ছিনতাইকারীকে ধরতে নদীতে ঝাঁপ দেন তিনি। শেষতক ছিনতাইকারীকে ধরা না গেলেও নিজের ব্যাগ ঠিকই উদ্ধার করেন সেই নারী। শনিবার বুড়িগঙ্গা ধরে পটুয়াখালী অভিমুখে যাওয়ার সময় সুন্দরবন নেভিগেশনের লঞ্চটি রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পৌঁছলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই লঞ্চ ফতুল্লা পৌঁছলে সেই নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে ছিনতাইকারী। উপায় না দেখে নিজের সম্পদরক্ষায় সন্তানকে লঞ্চে রেখেই সেই নারী ঝাঁপিয়ে পড়েন নদীতে। তাকে ঝাঁপিয়ে পড়তে দেখে ছিনতাইকারী ব্যাগ ফেলে সাঁতরে অন্যত্র সটকে পড়ে। এরপর লঞ্চের কর্মচারীরা সঙ্গে সঙ্গে লঞ্চের গতি কমিয়ে ‘বয়া’ ফেলে সেই নারীকে লঞ্চে ওঠান। এ সময় ঘটনাস্থলে কোস্ট গার্ড পৌঁছলেও ছিনতাইকারীকে ধরা সম্ভব হয়নি।
×