ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা দম্পতি নিহত

প্রকাশিত: ২২:২৭, ২২ সেপ্টেম্বর ২০১৯

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা দম্পতি নিহত

সংবাদদাতা, টেকনাফ ॥ টেকনাফে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এক নারীসহ দুই রোহিঙ্গা নিহত হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। এসময় পুলিশের তিন সদস্যও আহত হয় বলে জানিয়েছে পুলিশ। রবিবার ভোর রাতে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত দু’জন টেকনাফের হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মৃত কাদের হোছাইনের পুত্র দিল মোহাম্মদ (৩২) ও তার স্ত্রী জাহেদা বেগম (২৭)। পুলিশের দাবি, নিহত দু’জনের কাছে অবৈধ অস্ত্র মজুত ছিল। ঘটনাস্থল থেকে তারা দুটি এলজি, একটি থ্রিকোয়ার্টার, আটটি তাজা কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করেছে। এ সময় আহত হয়েছে পুলিশের এএসআই নিজাম এবং কনস্টেবল শাহাদত ও সুদর্শন। ওসি প্রদীপ কুমার দাস বলেন, শনিবার রাতে হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি এলজিসহ জাহেদা ও দিল মোহাম্মদকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে আরও অস্ত্র থাকার কথা জানায়। পরে রাতে তাদের নিয়ে পুলিশের একটি দল ওই রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র উদ্ধারে যায়। এ সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে দিল মোহাম্মদ ও জাহেদাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, তারা দুজনই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। লেদা রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে হত্যা, অপহরণ, ডাকাতি, মাদক চোরাচালানসহ নানা অপরাধে তারা জড়িত। এসব অভিযোগে একাধিক মামলায় তারা পলাতক ছিল। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎস টিটু চন্দ্র শীল বলেন, পুলিশ রাতে গুলিবিদ্ধ এক নারী ও একজন পুরুষকে নিয়ে আসে। তাদের শরীরে দুটি করে গুলির আঘাত রয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
×