ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদিতে হামলা বন্ধের হুতি প্রস্তাবকে স্বাগতম জাতিসংঘের

প্রকাশিত: ২৩:৪৬, ২২ সেপ্টেম্বর ২০১৯

সৌদিতে হামলা বন্ধের হুতি প্রস্তাবকে স্বাগতম জাতিসংঘের

অনলাইন ডেস্ক ॥ শান্তি উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরবে সব ধরনের হামলা বন্ধ করার যে প্রস্তাব ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। বিবিসি জানিয়েছে, এই প্রস্তাব ‘যুদ্ধের সমাপ্তি ঘটানোর ইচ্ছার শক্তিশালী বার্তা’ দিতে পারে বলে এক বিবৃতিতে মন্তব্য করেছে জাতিসংঘ। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার এক সপ্তাহ পর হুতিরা এ প্রস্তাবটি দিয়েছে। হুতিরা ওই হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র ও সৌদি আরব হামলার জন্য ইরানকে দায়ী করেছে। হামলার সঙ্গে জড়িত থাকার কথা ইরান অস্বীকার করেছে। টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাশাত জানিয়েছেন, গোষ্ঠীটি সৌদি আরবের ওপর সব ধরনের হামলা বন্ধ করবে যদি সৌদি আরব ও তার মিত্ররা একই কাজ করে। ইয়েমেনের সব পক্ষগুলোর প্রতি ‘ব্যাপক জাতীয় পুনর্মিলনের’ জন্য কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিত, হামলা বন্ধ করার ও রাজনৈতিক সমাধানের ওই আহ্বানকে স্বাগত জানিয়েছেন। তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “বিশেষ দূত এই সুযোগের সদ্ব্যবহার করতে এবং সহিংসতা, সামরিক সংঘাত বৃদ্ধি ও আর্থহীন বাগাড়ম্বর হ্রাসে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।” সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে চলা ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক নিহত হয়েছে এবং লাখ লাখ লোককে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। এটি বিশ্বে মানুষের তৈরি করা সবচেয়ে বড় মানবিক সঙ্কট হয়ে দাঁড়িয়েছে। ২০১৫ সালে হুতিরা প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদিকে হটিয়ে রাজধানী সানা দখল করে নেয়। তারপর প্রতিবেশী সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা হুতিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গিয়ে দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সংঘাতের বিস্তৃতি ঘটায়। এর জবাবে হুতিরা সৌদি আরবে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানো শুরু করে।
×