ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৭টি পণ্য ও খাতে নগদ সহায়তা দেবে সরকার

প্রকাশিত: ০৮:০৬, ২২ সেপ্টেম্বর ২০১৯

৩৭টি পণ্য ও খাতে নগদ  সহায়তা দেবে সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরে নগদ সহায়তা পাবে আরও ২টি পণ্য ও খাত। নতুনভাবে তৈরি পোশাক খাতে ১ শতাংশ বিশেষ নগদ সহায়তা দেবে সরকার। এছাড়া কনজ্যুমার ইলেক্টনিক্স, ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যপ্লায়েন্স পণ্য খাতে মিলবে ১০ শতাংশ নগদ সহায়তা। সবমিলে এবার নগদ সহায়তা পাবে ৩৭টি পণ্য ও খাত। গত অর্থবছরে ৩৫টি পণ্য ও খাতে নগদ সহায়তা দিয়েছিল সরকার। এছাড়া এবার বিদ্যমান দুটি খাতে নগদ সহায়তা আগের চেয়ে কমানো হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। রফতানি খাতকে উৎসাহিত করতে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের ওপর অনেক আগে থেকে নগদ সহায়তা দিয়ে আসছে সরকার। গত অর্থবছরে ৯টি পন্য ও খাত নগদ সহায়তার আওতাভুক্ত করা হয়েছিল। তার আগের অর্থবছরে পাঁচটি খাতকে আওতাভুক্ত করা হয়। সববিলে নগদ সহায়তার পণ্য ও খাত দাঁড়াল এখন ৩৭টি।
×